1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ২৪ মে ২০২৫, ০৪:১১ পূর্বাহ্ন

মৌলভীবাজার ২৫০ শয্যারবিশিষ্ট জেনারেল হাসপাতালে দালালদের দৌরাত্ম্যে ভোগান্তিতে রোগীরা

মোঃআবদাল মিয়া মৌলভীবাজার জেলা প্রতিনিধি,
  • প্রকাশিত: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার ২৫০ শয্যারবিশিষ্ট জেনারেল হাসপাতালে দালালদের দৌরাত্ম্যে ভোগান্তির শিকার হচ্ছেন চিকিৎসা সেবা নিতে আসা রোগীরা।

সরজমিন মঙ্গলবার (৭ জানুয়ারি) গিয়ে দেখা যায়, মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল সড়কস্থ সদর হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারের আশপাশে দালালদের আনাগোনা। রোগীরা হাসপাতালে ভর্তি হওয়ার সাথে সাথে ডিউটিরত ডাক্তার ও নার্সদের পাশে দাঁড়িয়ে থাকে এইসব দালালচক্র। ডাক্তার টেস্ট লিখে দেওয়ার সাথে সাথেই তৎপর হয়ে উঠে দালালরা। রোগী বা রোগীর সাথে আসা আত্মীয় স্বজনদের ফুসলিয়ে হাসপাতালে টেস্ট ভালো হয় না বলে তাদেরকে নিয়ে নিয়ে যায় তাদের পছন্দের ডায়াগনস্টিক সেন্টারে।

সদর হাসপাতাল থেকে নিউ লাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে এক রোগীর স্বজনকে নিয়ে যাওয়া তেমনি একজনকে আপনি কি করেন জিজ্ঞেস করলে, এই হাসপাতালের সরকারি স্টাফ বলে পরিচয় দেন অলক নামের সেই লোক।

এদিকে, নিউ লাইফ ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে গেলে, সেখানেও নানান দূর্নীতির চিত্র ফুটে উঠে। টেস্টের এক মানিরিসিট কপিতে কম্পিউটার টাইপে ৯৫০ টাকা লেখা থাকলেও কলম দিয়ে হাতে এক হাজার টাকা লিখে কাস্টমারের কাছ থেকে তা আদায় করা হয়েছে।

এ ব্যাপারে ডায়াগনস্টিক সেন্টারে দায়িত্বরত কর্মচারীর সাথে কথা বললে, তিনি নানা ছলচাতুরীতে ব্যাপারটি এড়িয়ে যান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট