শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ
মনজুর আলম স্টাপ রিপোর্টার কক্সবাজার
কক্সবাজারে ঈদগাহ উপজেলাতে শিক্ষার্থীদের মোবাইল ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় বিজ্ঞপ্তি
এতদ্বারা ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত ৬ষ্ঠ হতে ১০ম শ্রেণির শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি কিছু শিক্ষার্থী বিদ্যালয় ইউনিফর্ম পরিহিত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করে বিভিন্ন ভিডিও ধারণ করে টিকটকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছে। এর ফলে বিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
অতএব, বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের মোবাইল ফোন আনা ও ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হলো। যদি কোনো শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া যায়, তাহলে তা জব্দ করা হবে এবং তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সিরাজুল হক বলেন শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি মনযোগ বাড়ানোর জন্য এই পদক্ষেপ! এই বিষয়ে সম্মানিত অভিভাবকবৃন্দের আন্তরিক সহযোগিতা একান্তভাবে কামনা করেন।