চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেন, দাবী আদায়ে বিভিন্ন সংগঠন একই প্লাটফরমে
এম কে হসান
বিশেষ প্রতিবেদক
কক্সবাজার
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনের উন্নীত করণের দাবিতে কক্সবাজার জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে ২০-৭-২০২৫ রোজ রবিবার সকাল এগারোটায় এক বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে । চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেন বাস্তবায়ন কমিটির ব্যানারে ।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেন বাস্তবায়ন কমিটির সমন্বয়কারী করিম উল্লাহ কলিম এর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন কমরেড গিয়াস উদ্দিন, বক্তব্য রাখেন পৃষ্ঠপোষক সাংবাদিক এইচ এম এরশাদ, সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা নাজিম উদ্দীন, সমন্বয়কারী করিম উল্লাহ কলিম, সাংবাদিক মহাবুবুর রহমান খোকন (এমআর খোকন), ইঞ্জিনিয়ার বদিউল আলম, কবি এম জসিম উদ্দিন, মুহাম্মদ বিন আবদুল্লাহ ম্যাক্স, ভয়েস অব কক্সবাজার ভোলান্টিয়ার্স এর সদস্য ও জেলা প্রেসক্লাবের সদস্য মোঃ কামরুল হাসান, কল্লোল দে চৌধুরী, সুশাসনের জন্য নাগরিক(সুজন) এর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, কক্সবাজার জেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আমিন উল্লাহ, সাংবাদিক সংসদের সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপম, আমরা কক্সবাজারবাসী সংগঠন এর কামাল উদ্দিন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা) সদস্য ও কক্সবাজার সিটি কলেজের অধ্যাপক এহসান উদ্দিন, বিশিষ্ট সংগঠক রুহুল কাদের শিলু, ভয়েস অব কক্সবাজার ভোলান্টিয়ার্স এর সংগঠক জাকির হোসেন নয়ন, সিএইচআরডিএফ এর মোঃ ইলিয়াস, হাজী এনামুল হক চৌধুরী, আমান উল্লাহ, মোহাম্মদ রিয়াজ সহ অনেকেই ।
উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত, পর্যটন রাজধানী, বিশ্বের বৃহত্তম রোহিঙ্গা ক্যাম্প, কয়লা বিদ্যুৎ প্রকল্প, এশিয়ান হাইওয়ে, অর্থনৈতিক অঞ্চল, আন্তজাতিক বিমান বন্দর এত কিছুর স্বপ্ন দেখিয়ে লাভ কি যদি ঐ উন্নয়ন গুলোতে যাতায়াতের জন্য কোন উন্নত যোগাযোগ ব্যবস্থা না থাকে । সড়ক দূর্ঘটনা কমিয়ে মানুষের জীবন চলার পথ সহজ করার জন্য অবশ্যই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেন বাস্তবায়নের কোন বিকল্প নেই । কক্সবাজার কে শুধু বোঝা চাপিয়ে দিলে হবে না এই ভার বহনের জন্য কক্সবাজার কে দ্রুত উপযুক্ত করে গড়ে তুলুন , না হয় এর দায়ভার একদিন পুরো দেশকে বহন করতে হবে । আগামীতে প্রতিটি উপজেলায় উপজেলায় জনসচেতনতা বৃদ্ধি করে বৃহত্তর আন্দোলনের ঘোষনা প্রদান করা হবে বলে হুশিয়ারি প্রদন করা হয় ।
উক্ত মানববন্ধনে সংহতি প্রকাশ করেন আমরা কক্সবাজারবাসী, বাংলাদেশ পরিবেশ আন্দোলন(বাপা), ভয়েস অব কক্সবাজার ভোলান্টিয়ার্স, কক্সবাজার সাংবাদিক সংসদ, সুশাসনের জন্য নাগরিক(সুজন), সদর উপজেলা প্রেসক্লাব, রোহিঙ্গা প্রতিরোধ কমিটি, কক্সবাজার জেলা প্রেসক্লাবসহ সামাজিক ও পেশাজীবি অনেক সংগঠন ।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক ও যোগাযোগ উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয় ।