বিএনপির বিক্ষোভ মিছিলে বিএনপি নেতার মৃ*ত্যু
মনজুর আলম স্টাপ রিপোর্টার কক্সবাজার
কক্সবাজার ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজলের বিক্ষোভ মিছিলের পূর্বমুহূর্তে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন কক্সবাজার সদর উপজেলা বিএনপির পরিশ্রমী সাধারণ সম্পাদক, দলের নিবেদিত প্রাণ নেতা ছৈয়দ নুর (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার অকাল মৃত্যুতে দলীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আজকের বিক্ষোভ মিছিলের পূর্বে তিনি প্রথমেই বক্তব্য প্রদান করেন। এরপর মিছিল শুরু হওয়ার প্রাক্কালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দলের নেতাকর্মীরা এই অপ্রত্যাশিত মৃত্যুতে শোকাহত। অনেকেই কাঁদছেন, স্মৃতিচারণ করছেন এই প্রিয় নেতার সঙ্গে কাটানো মুহূর্তগুলো।
তার শূন্যতা একটি অপূরণীয় ক্ষতি, যা সহজে পূরণ হবার নয়।
দোয়া করা হয়েছে যেন মহান আল্লাহ তাআলা মরহুম ছৈয়দ নুর জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তার পরিবার ও সহযোদ্ধাদের এই শোক সইবার তাওফিক দেন।