পরশুরামে উত্তর টেটেশ্বর মসজিদের ঈমাম আবদুর রহমানকে রাজকীয়ভাবে বিদায়
এম,এ,করিম ভুঁইয়া,স্টাফ রিপোর্টার ফেনী।
পরশুরাম উপজেলার উত্তর টেটেশ্বর গ্রামের মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহমানকে রাজকীয় ভাবে বিদায় দিয়েছে এলাকাবাসী।
২০ জুলাই (রবিবার) উত্তর টেটেশ্বর জামে মসজিদ প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর রহমানকে রাজকীয়ভাবে প্রাইভেট গাড়িতে ছড়িয়ে, মোটরসাইকেল শোভা যাত্রায়, নগদ ৫০ হাজার টাকা,পাঞ্জাবি,পায়জামা কাপড়, ফুলের মালা গলায় পরাইয়া এলাকাবাসী তার বাড়িতে দিয়ে আসে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নুরুন্নবী বলেন মাওলানা আব্দুর রহমান আমাদের মসজিদে ইমাম ও খতীব হিসাবে দীর্ঘ ২৫ বছর যাবৎ দায়িত্ব পালন করেন,
স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক বলেন মাওলানা আব্দুর রহমান ঈমাম ও খতীব হিসেবে দীর্ঘ ২৫ বছর যাবত ছিলেন, তিনি বার্ধক্য জনিত কারণে স্বেচ্ছায় বিদায় নেন।
মাওলানা আব্দুর রহমান বলেন আমি দীর্ঘ প্রায় ২৫ বছর যাবত অত্র মসজিদের ইমামও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছি, আমাকে আজকে এলাকাবাসী যে সম্মান দিয়েছে আমি সকলের কাছে চিরকৃতজ্ঞ।
স্থানীয় বাসিন্দা নুর মোহাম্মদ বলেন সাধারণত বিভিন্ন সমাজে মসজিদের ইমামদেরকে সম্মান না জানিয়ে অসম্মান ও অপমান করা হয়, সেজন্য আমরা যুবসমাজ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের এই আয়োজন করেছি।