1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
সোমবার, ২১ জুলাই ২০২৫, ০১:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
রৌমারীতে ১০০৫ পিস ই*য়াবা ও মা*দক বিক্রির নগদ অর্থসহ শাশুড়ি জামাই আ*টক বক্সমাহমুদ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন,মিনার সভাপতি, কালাম সম্পাদক,রবিন সাংগঠনিক সম্পাদক,সজীব কোষাধ্যক্ষ নান্দাইলের সাংবাদিক হাবিব ঢাকায় হাসপাতালে ভর্তি/দোয়া প্রত্যাশায়। নওগাঁ জেলার মান্দা উপজেলার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত জাতীয় বি সামওয়ান দিবস কক্সবাজার জেলা প্রশাসনের ব্যতিক্রমধর্মী উদ্যোগ “এক শহীদ এক বৃক্ষ” কর্মসূচি ২০২৫ ‎মেহেরপুরের ৩ থানা পুলিশের অভিযান । নি+ষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৬ নেতাকর্মী গ্রে+প্তার ‎ মেহেরপুরে শহীদদের স্মরণে বিএনপি পরিবারের বৃক্ষরোপণ কর্মসূচি তালায় শিক্ষককে কু+পিয়ে হ+ত্যা, গণপিটুনিতেে ময়মনসিংহের ভালুকায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারেক রহমানের অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

আশাশুনির ২৪ গ্রাম প্লাবিত টানা বর্ষা ও স্লুইস গেটের ত্রুটিতে জনদুর্ভোগ

আনারুজ্জামান, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

আনারুজ্জামান, বিশেষ প্রতিনিধি

আশাশুনি, সাতক্ষীরা: টানা ১০ থেকে ১২ দিনের ভারী বর্ষণ এবং নিষ্কাশন ব্যবস্থার ত্রুটির কারণে আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ২৪টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ৩৬ হাজার মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং হাজার হাজার বিঘা কৃষিজমি ও মৎস্য ঘের তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, বামনডাঙ্গা স্লুইস গেটের অব্যবস্থাপনা ও দুর্বল অবকাঠামোই এই ভয়াবহ জলাবদ্ধতার মূল কারণ।

বছরের পর বছর দুর্ভোগ:

শনিবার সকালে সরেজমিনে বড়দল ইউনিয়নের বামনডাঙ্গা স্লুইস গেট এলাকায় গিয়ে দেখা যায়, সেখানকার পরিস্থিতি অত্যন্ত নাজুক। গেট কমিটির সদস্য ফকরাবাদ গ্রামের কুদ্দুস সরদারসহ স্থানীয় বাসিন্দা কনিকা, তুলসী, শান্তি, দেবী, জানকি, তারামনি ও কাকলি জানান, প্রতিবছর বর্ষা মৌসুম এলেই তাদের এমন পানিবন্দী দুর্ভোগের শিকার হতে হয়। তারা বলেন, “আমাদের পানিতে হাবুডুবু খেতে হয়, ভোগান্তি চরমে পৌঁছেছে।”

ত্রুটিপূর্ণ স্লুইস গেটই মূল সমস্যা:

এলাকাবাসীর অভিযোগ, বামনডাঙ্গা স্লুইস গেট দিয়ে ভাটার সময় যতটুকু পানি নদীতে নামে, জোয়ারের সময় তার চেয়ে বেশি পানি প্রবেশ করে ভেতরের এলাকা তলিয়ে দেয়। এর প্রধান কারণ হিসেবে তারা কয়েকটি বিষয় উল্লেখ করেন:

এক ছিদ্র বিশিষ্ট ছোট গেট: গেটটি খুবই ছোট এবং মাত্র একটি মুখ দিয়ে পানি নিষ্কাশিত হয়, যা এত বড় এলাকার পানি সরানোর জন্য যথেষ্ট নয়।

ভাঙ্গা পাটাতন: গেটের লোহার ও কাঠের পাটাতনগুলো ভাঙা থাকায় পানি ভেতরে প্রবেশ করে এবং নিষ্কাশনেও বাধা সৃষ্টি হয়।

খাল দখল ও প্রতিবন্ধকতা: গেট সংলগ্ন পানি নিষ্কাশনের যে সমস্ত খাল রয়েছে, তাতে নেট পাটা দিয়ে মাছ চাষ করা হচ্ছে। ফলে পানি সরবরাহে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।

পলি জমে যাওয়া: গেটের সামনে নদীর চরে প্রচুর পলি মাটি জমা হয়েছে, যা ভাটার সময় পানি সরাতে বাধা দেয় এবং জোয়ারের সময় তুলনামূলক বেশি পানি ভেতরে ঢুকতে সাহায্য করে।

কৃষি ও মৎস্য খাতে ব্যাপক ক্ষতি:

বড়দল ইউনিয়নের ২৪টি গ্রামের আনুমানিক ৩৬ হাজার মানুষ মূলত কৃষিকাজ ও মৎস্য চাষের ওপর নির্ভরশীল। এই অঞ্চলে হাজার হাজার বিঘা কৃষি জমিতে ধান চাষাবাদ হয় এবং কয়েক হাজার বিঘা জমিতে মৎস্য ঘের রয়েছে। স্লুইস গেটের অব্যবস্থাপনার কারণে এসব মৎস্যঘের ও চাষের জমির পানি নিষ্কাশন ব্যাহত হওয়ায় কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। ফসল ও মাছের ঘের তলিয়ে যাওয়ায় তাদের জীবন-জীবিকা হুমকির মুখে।

দাবি দ্রুত বাস্তবায়নের:

এই ভয়াবহ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে এলাকাবাসী তিন ফোকড়ের একটি নতুন ও আধুনিক স্লুইস গেট নির্মাণের দাবি জানিয়েছেন। পাশাপাশি, গেটের মুখের পলিমাটি দ্রুত অপসারণ এবং বর্তমান স্লুইস গেটের লোহা ও কাঠের পাটাতন মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা আশা করছেন, দ্রুত পদক্ষেপ নেওয়া হলে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের জলাবদ্ধতার দুর্ভোগ লাঘব হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট