জুলাই-আগস্ট গনঅভ্যুত্থানে দিবস স্মরণে ফেনীতে প্রতিকী ম্যারাথন
মোহাম্মদ হানিফ ফেনী সদর চট্টগ্রাম
আজ ১৮ জুলাই ২০২৫ইং
ছাত্র-জনতার জুলাই-আগস্ট গনঅভ্যুত্থানে দিবস পালন উপলক্ষে প্রতীকী ম্যারাথন…….. অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্টানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফেনী জেলা D.D.L.G (উপসচিব)উপ পরিচালক স্থানীয় সরকার ও ফেনী পৌরসভার প্রশাসক মহোদয়, জনাব গোলাম মোঃ বাতেন।
আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ইসমাইল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) জানব আরিফুল ইসলাম আরিফ।
জেলা বিএনপির সদস্য সচিব জনাব আলাল উদ্দিন আলাল, জামায়াতে-ইসলামী ফেনী জেলা আমীর মুফতি আবদুল হান্নান, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক জাহিদুল আলম(ভিপি জাহিদ) হেফাজত ইসলাম বাংলাদেশ ফেনী জেলা শাখার সেক্রেটারি ওমর ফারুক, ফেনী জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি আজিজ উল্লাহ আহমদী, ছাত্র ছাত্রীদের অভিভাবক বৃন্দ ও ছাত্র-জনতা বৃন্দ।
ম্যারাথনটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে শহরের সালাউদ্দিন মোড় হয়ে সদর হাসপাতাল মোড,একাডেমি রোড়,মিজান রোড়, ট্রাংক রোড় প্রদক্ষিন করে পুনরায় একই স্হানে শেষ হয়।
এতে বিভিন্ন বয়সের দৌড়বিদরা উৎসাহের সাথে অংশ নেন।ম্যারাথনে অংশ গ্রহনকারীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ও উদ্দীপনা দেখা যায়।
এ সময় বাছাই করা সেরা দশ জন এর মধ্যে তিন জনকে পুরস্কৃত করা হয়।প্রথম স্হান অধিকার করেন শাহরিয়ার, ২য় স্হান হন আলী আহমেদ সাগর ও ৩য় স্হান অধিকার করেন সালমান।অপর ৭ জনকে মেডেল দেয়া হয়।অতিরিক্ত জেলা প্রশাসক ( সাবর্বিক) মোহাম্মদ ইসমাইল হোসেন জানান,জুলাই পুন জাগর অনুষ্ঠানে ২০২৫ এর অংশ হিসেবে প্রতিকী ম্যারাথন কর্মসুচি উদযাপন করা হয়েছে।
উৎসব মুখর পরিবেশে এ আয়োজনে শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের অগ্রভাগ রেখে বিভিন্ন শ্রেনী পেশার তিন শতাধিক মানুষ অংশ গ্রহন করেন।