গফরগাঁও রসুলপুর ইউনিয়নে পৈত্রিক জমি নিয়ে পারিবারিক বিরোধ, থানায় অভিযোগ
স্টাফ রিপোর্টার
আদিলুর রহমান আদিল গফরগাঁও,ময়মনসিংহ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ছয়ানী রসুলপুর গ্রামে পৈত্রিক সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মো. কাওসার মিয়া (২৫) গফরগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি তার ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে জমি দখলের চেষ্টা, হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, কাওসারের পিতা মৃত নূরুল হুদা মন্ডল জীবিত থাকা অবস্থায় হেবা দলিলের মাধ্যমে কাওসারসহ তার অন্যান্য ছয় ভাইদের নামে ৪১.৩৩ শতক খতিয়ানভুক্ত জমি লিখে দেন। সেই জমি নিয়ে কাওসারের ভাই নজরুল ইসলাম হক্কন, ভাবি বিউটি শাহানাজ পারভীন এবং ভাতিজা মাসুম পিয়াসের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
গত ২৭ জুন ২০২৫, সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে বিবাদীরা ওই বিরোধীয় জমিতে গাছ কাটতে গেলে কাওসার ও তার ভাইয়েরা বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগে বলা হয়, দেশীয় অস্ত্রসহ বিবাদীরা জোরপূর্বক জমিতে প্রবেশ করে। কাওসারের ভাই সাদেক প্রতিবাদ করলে বিবাদীরা তার ওপর হামলা চালায়। এসময় বিবাদী মাসুম পিয়াস হাতে থাকা দা দিয়ে সাদেককে হত্যার উদ্দেশ্যে কোপ মারলে কোপটি সাদেকের ডান পায়ের হাঁটুতে লেগে গুরুতর জখম হয়।
ভুক্তভোগীর দাবি, তারা পরিবারসহ এখন চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন। অতীতেও বিবাদীরা একাধিকবার হুমকি ও হামলা চালিয়েছে। ভবিষ্যতে আবারও হামলার আশঙ্কা রয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করে ।
এ বিষয়ে গফরগাঁও থানার অফিসার ইনচার্জ জানান, লিখিত অভিযোগ পেয়েছি । বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।