গফরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে গ্রাফিতি ও চিত্রাঙ্কণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
স্টাফ রিপোর্টার
আদিলুর রহমান আদিল
গফরগাঁও, ময়মনসিংহ
ময়মনসিংহের গফরগাঁওয়ে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে ‘২৪ এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কণ’ প্রতিযোগিতা (১৭ জুলাই) গফরগাঁও মহিলা কলেজে অনুষ্ঠিত হয়।
গফরগাঁও উপজেলা প্রশাসনের সার্বিক নির্দেশনায় আয়োজিত হয় এই প্রতিযোগিতায় কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। গফরগাঁও মহিলা কলেজ ভবনের দেয়ালে শিক্ষার্থীদের অঙ্কিত আকা গ্রাফিতি প্রদর্শনীর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়ে থাকে।
গফরগাঁও মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক বলেন, ‘২৪ আমাদের চেতনার অংশ হয়েছিলো। আবু সাঈদ, মুগ্ধদের আত্মত্যাগ আমাদের আগামী বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মানে অনুপ্রেরণা যোগান দেয় যা আমাদের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করছে।’
অনুষ্ঠান শেষে কলেজের শিক্ষকরা শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতিগুলো ঘুরে দেখেন এবং তাদের প্রতিভার প্রশংসা করেন। প্রতিযোগিতায় একাদশ শ্রেণীর ছাএী তাহিরা প্রথম, আনিকা দ্বিতীয় ও ইকরা তৃতীয় স্থান অর্জন করে।