মাদারীপুরে ফ্ল্যাট বাসা থেকে যুবকের অর্ধগলিত ম*রাদেহ উদ্ধার, রহস্যঘেরা মৃ*ত্যুতে চাঞ্চল্য।
জহিরুল ইসলাম হৃদয়
মাদারীপুর জেলা প্রতিনিধি।
মাদারীপুর শহরের ২নং শকুনি এলাকার, একটি ফ্ল্যাট বাসা থেকে নয়ন হাওলাদার (২৪) নামে এক যুবকের অর্ধগলিত মরাদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে, এসএম নাসির উদ্দিনের ছয়তলা ভবনের একটি ফ্ল্যাট থেকে এই লাশ উদ্ধার করা হয়। নয়ন শহরের হরিকুমারিয়া এলাকার মাইনুদ্দিন হাওলাদারের ছেলে।
ঘটনার সময় ফ্ল্যাটের পাশের রুমে অবস্থান করা শাওন (৩০) নামে এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে নয়ন ওই ফ্ল্যাটে ভাড়া ওঠেন,
বৃহস্পতিবার রাতে ফ্ল্যাটের ছয়তলা থেকে এক যুবক চিৎকার করে দরজা খোলার অনুরোধ করলে স্থানীয়রা জানালা খুলে ভিতরে অর্ধগলিত মরাদেহ দেখতে পান।
সঙ্গে সঙ্গে পুলিশে (থানায়) খবর দেওয়া হয়।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা জানান, ঘটনাটি আমরা গুরুত্ব সহকারে দেখছি।
কীভাবে মৃত্যু হয়েছে, তা জানার জন্য তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।
এই রহস্যময় মৃত্যুকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের দাবি, লাশ থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছিল, যা এই মৃত্যুকে সন্দেহজনক করে তুলেছে।
তারা ঘটনার সঠিক তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।