1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০৯:০১ অপরাহ্ন
সর্বশেষ :
গজারিয়ায় আঞ্চলিক বাজারে এলোপাতাড়ি গুলি*বর্ষণ, স্কুল শিক্ষকসহ আ*হত ৪ পোরশা উপজেলার গ্রামীন কাঁচা রাস্তা পাকা না করায় সীমাহীন দুর্ভোগে ১৫ টি গ্রামের লাখো মানুষ সাংবাদিক সংস্থা বদলগাছীর সংশোধিত নতুন কার্যকরী কমিটি; সভাপতি শহীদুল, সাধারণ সম্পাদক ফিরোজ সাপাহারে প্রথমবারের মতো দুই দিনব্যাপী ‘ম্যাংগো ফেস্টিভ্যাল ২০২৫’ শুরু সাংবাদিক সংস্থা বদলগাছীর সংশোধিত নতুন কার্যকরী কমিটি; সভাপতি শহীদুল, সাধারণ সম্পাদক ফিরোজ সাপাহারে প্রথমবারের মতো দুই দিনব্যাপী ‘ম্যাংগো ফেস্টিভ্যাল ২০২৫’ শুরু ৭ নং জয়নগর ইউনিয়ন পরিষদে দায়িত্ব রূপালী বেগম পোরশা উপজেলার গ্রামীন কাঁচা রাস্তা পাকা না করায় সীমাহীন দুর্ভোগে ১৫ টি গ্রামের লাখো মানুষ চাঁদা*বাযজি প্রতিরোধে সমন্বিত মতবিনিময় সভায় কঠোর অবস্থানে চট্টগ্রামে পুলিশ কমিশনার ছাত্র জমিয়তের হবিগঞ্জ পৌর শাখার কর্মী সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন

টঙ্গীবাড়ি প্রায় কোটি টাকা ব্যয়ে সরকারি দুটি ব্রিজ, হকার ও ইজিবাইকের দখলে।

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

টঙ্গীবাড়ি প্রায় কোটি টাকা ব্যয়ে সরকারি দুটি ব্রিজ, হকার ও ইজিবাইকের দখলে।

হোসেন হাওলাদার
স্টাফ রিপোর্টার ( মুন্সীগঞ্জ )

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি বাজার দুইশ’বছরের ঐতিহ্যবাহী এখন আর আগের রূপ নেই। হকারদের দখলে ফুটপাত, প্রশাসনও অসহায় বারবার পদক্ষেপ নিও এলাকার কিছু প্রভাবশালীদের কারণে কিছুই সুফল বয়ে আছে না । সরকারী খাল সহ অনেক জায়গা দখলে শত শত দোকানী,
দিন দিন বাড়ছেই জায়গা দখলের দৌরাত্ব। চলাচলে বির্পাকে পড়ছে জন সাধারণ ও ক্রেতারা। বাজারের মূল পয়েন্ট থেকে পশ্চিমে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স , পুর্বে টঙ্গীবাড়ী থানা, দক্ষিনে বিক্রমপুর টঙ্গীবাড়ি সরকারি ডিগ্রি কলেজ রোড, উত্তরে টঙ্গীবাড়ি উপজেলা পরিষদ। মূল বাজার সড়ক পথ হয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, বাজারের প্রধান ১টি সরকারী প্রাইমরী স্কুল,১টি গার্লস স্কুল,১ টি উপজেলা মডেল মসজিদ থানা,এবং বাঁশবাড়ি সহ ৪ টি জামে মসজিদ, সরকারী বেসরকারী ৮টি হাসপাতাল, ব্যাংক সহ, আশপাশে মন্দীর ওকয়েকটি। এ পথে প্রতিদিন হাজার, হাজার, লোকের যাতায়াত বাজারের মূল পয়েন্ট হয়ে। যানজটের কারণে প্রায়ই বাজারে দুর্ঘটনা হয়, প্রতিদিন হাজার হাজার নতুন নতুন ছোট গাড়ি ও মোটরসাইকেলের কারনে। জিম্মি হয়ে পড়েছে বাজার কমিটি।

ক্রেতারা বলেন, টঙ্গীবাড়ি এখন ঢাকার গুলিস্থান হয়ে গেছে, হকারদের দখলের কারণে। কোনটা আসল দোকান আর কোনটা ফুটপাত দখল করা দোকান বুঝা মুশকিল। বেশির ভাগ ফুটপাত কোণাঠাসা হয়ে গেছে হাঁটার উপায় নেই।
বাজারের ভিতর দিয়ে পায়ে হেটে পার হয়ে যাওয়া খুবই কষ্টের। আর স্কুল কলেজ ছাত্র ছাত্রী ও মহিলা ক্রেতাদের চলাচলের অবস্থা খুবই সংকীর্ণ। বাজারের প্রবেশ পথের, রাস্তার দুই পাশের ফুটপাতে গড়ে উঠেছে অসংখ্য দোকানপাট।
গলি ঘেষা অনেক কাপড় জুতা ও সিরামিক্স দোকান পাট নিজস্ব হলেও দোকানের বাহিরে রাস্তার পাশে ঝুলিয়ে রেখেছেন নানা ধরনের প্লাস্টিকের পণ্য এতে ক্রেতাদের চলাচলের অবস্থা খুবই সংকীর্ণ। সেখানে ফুটপাত দখলে থাকায় পথচারীসহ ক্রেতারা বাধ্য হয়ে রাস্তায় নেমে চললেও উপায় নেই সহজে হেটে পার হওয়ার। টঙ্গীবাড় সরকারী গার্লস স্কুল থেকে শুরু করে টঙ্গীবাড়ী থানার রোড ব্রিজ থেকে বাজারে প্রধান রাস্তা পর্যন্ত ও তার আশপাশে ফুটপাত রয়েছে, কাঁচা বাজার,ফলের দোকান ও নানা প্রকার গার্মেন্টস পণ্যের দোকানপাট।
ফুটপাত দখল করে রাজত্ব করছে বছরের পর বছর, প্রতিদি
২/৩ বার প্রশাসনের তৎপরতা। আর তৎপরতায় তাৎক্ষণিক পদক্ষেপ নিলেও ঘন্টা পেরোলেই বাজারের পুরাতন রূপ ফিরে আসে, যেন চোর পুলিশ খেলা। দখলদার দের কাছে বাজার কমিটিও অসহায়। উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে প্রায় একটা করে টিম বাজারে আসে, তাৎক্ষণিক তাদের পদক্ষেপের মাধ্যমে বাজারের ফুটপাত মুক্ত হলেও ঘন্টা পেরোলেই আবার সেই বাজারের চিরচেনা আগের রূপ।স্থানীয়রা বলেন

প্রশাসনের আইন অমান্য করে ফুটপাত দখল করে থাকলে,তাদের জেল জরিমানা প্রয়োজন।
বাজারের তিন থেকে চারটি প্রবেশ পথে ফুটপাত বসিয়ে দখল হয়ে যাওয়ার কারণে টঙ্গীবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে যান যোগে ইমার্জেন্সি রোগী নিয়ে আসা খুবই কষ্টসাধ্য।

বাজারের বর্জ্য অপসারণের কোন ব্যবস্থা না থাকায় ব্রিজের দক্ষিণ পাশে মাছ বাজার সংলগ্ন খালটি ময়লা বর্জ্য ফেলার কারণে পথচারীসহ কোমলমতি স্কুলের ছাত্রছাত্রীরা নাকে রুমাল দিয়ে যাতায়াত করেন। অন্যদিকে বাজারের মূল দুটি প্রায় কোটি টাকার ব্রিজে এখন গাড়ি চলা চল বন্ধ-অটো পার্কিনং মাঠ হয়েগেছে। ব্রিজের উপরে দুপাশে সার্বক্ষিন রয়েছে পার্কিং করা অসংখ্য অটো রিক্সা। আর ব্রিজের ফুটপাত হকারের রাজত্ব।এখানে একমাত্র বিক্রমপুর টঙ্গীবাড় ডিগ্রী কলেজ
সেখানে প্রতি দিন ৫/৬ শ ছাত্র ছাত্রি ছুটির পর প্রায় ৩০ মিনিট সময়েও পার হওয়া যায়না মেইন সড়কে আসতে,পথের মাঝে জটলা হলে ইপটিজিংয়ের শিকার হতে হয় অনেক ছাত্রির।

এমনটা কেন হচ্ছে, প্রতিকারের উপায়ই বা কী তা জানতে, সংশ্লিষ্টরা বলছেন, বৈজ্ঞানিক উপায় উপেক্ষা করে ছোট ছোট অটো কমিয়ে পরিকল্পনাহীন ভাবে ব্যক্তিগত গাড়ির সংখ্যা কমিয়ে বিকল্প সড়ক ব্যবহার করলে এ অবস্থা সাভাবিক হবে। বাজার টিতে প্রতিদিন ধারণ ক্ষমতার বেশি গাড়ি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট