পুলক শেখ বিশেষ প্রতিনিধি,
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গোপালগঞ্জকে মুজিববাদ মুক্ত করার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার ফরিদপুরে এক পথসভায় এ ঘোষণা দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে যারা হামলা চালিয়েছে, এখনো তাদের আইনের আওতায় আনা হয়নি। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “বিচার না হলে সারাদেশ থেকে নেতা-কর্মীদের নিয়ে ‘মার্চ ফর গোপালগঞ্জ’ কর্মসূচি ঘোষণা করা হবে। মুজিববাদের সন্ত্রাসীদের হটিয়ে গোপালগঞ্জের মাটি ও মানুষকে মুক্ত করেই ছাড়বো।”
তিনি আরও বলেন, “গোপালগঞ্জে ফ্যাসিস্ট ও ডেভিলরা আশ্রয় নিয়েছে। প্রশাসনের বিভিন্ন স্তরে এখনো স্বৈরাচারের দোসররা রয়েছে। বিচারের দাবি আদায় না করে রাজপথ ছাড়বো না।”
নাহিদ ইসলাম দাবি করেন, “আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতারা হামলার সঙ্গে জড়িত থাকলেও তারা গ্রেফতার হচ্ছে না, আর গ্রেফতার হলেও কোর্ট থেকে জামিনে বেরিয়ে আসছে। বিচারিক প্রক্রিয়া অগ্রসর হচ্ছে না।”
তিনি জানান, জুলাই মাস জুড়ে চলমান ‘পদযাত্রা’ কর্মসূচির সমাপ্তি হবে আগামী ৩ আগস্ট, ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই সনদ’ ঘোষণার মাধ্যমে।
এসময় তিনি সরকারকে সতর্ক করে বলেন, “গোপালগঞ্জের কোনো সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হন, তবে সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করতে হবে।”