জামালপুরে গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন সাংবাদিক মাসুদের মা
মোঃ আজাদ হোসেন নিপুঃ-
জামালপুর জেলা প্রতিনিধি।।
দৈনিক জনবাণী পত্রিকার স্টাফ রিপোর্টার ও দৈনিক সংবাদ সারাবেলা পত্রিকার জামালপুর জেলা প্রতিনিধি মাসুদুর রহমান এর মা কমলা বেগম (৪৫) গুরুতর অসুস্থ। তিনি জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৪ দিন ধরে চিকিৎসাধীন রয়েছে। এদিকে মায়ের রোগমুক্তির কামনা করে দেশবাসীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন সাংবাদিক মাসুদুর রহমান।
জানা যায় যে, গত রবিবার (১৩ জুলাই) জামালপুর জেলার সরিষাবাড়ী পৌর শহরের নিজ বাড়িতে অসুস্থতাবোধ করলে তাকে সরিষাবাড়ী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পর দিন সোমবার ( ১৪) জুলাই ডায়রিয়া রোগে আক্রান্ত হলে সরিষাবাড়ী হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাতেই জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
মাসুদুর রহমান জানান, দীর্ঘদিন থেকে হাই প্রেশার, কোমড়ে হাড় ক্ষয় সহ বিভিন্ন রোগে ভুগছেন তার মা ।
তবে বৃহস্পতিবার দুপুর ২ টায় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম ইফতেখার জানান যে, অবস্থা আগের থেকে এখন উন্নতি হয়েছে। আরো কিছু দিন থাকতে হবে।