গোপালগঞ্জে নিষি*দ্ধ ছাত্রলীগের হাম*লার প্রতি*বাদে মহিপালে মহাসড়ক ব্লকেড কর্মসুচি পালন করেন
মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি।
গোপালগঞ্জে জুলাই আন্দোলনে নেতৃত্বে ভুমিকা পালন করা ছাত্র সমম্বয়ক নেতৃবৃন্দের উপর, আওয়ামী নিষিদ্ধ ছাত্র লীগ সংগঠনের হামলার প্রতিবাদে ও নেতা কর্মিদের করে রাখেন। ফেনী মহিপালে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ব্লকেড কর্মসুচি পালন করেন। এ সময় ঢাকা- চট্টগ্রাম, ঢাকা – নোয়াখালী সড়কে যান – চলাচল বন্ধ হয়ে যায়।এতে ঢাকা – চট্টগ্রাম ও ঢাকস- নোয়াখালী এবং মহিপাল থেকে ফেনী শহরে আসা জন সাধারণ চরম বিপাকে পডে। যান- চলাচল প্রায় দেড় ঘন্টার মত বন্ধ ছিল।মহাসড়ক ব্লকেড কর্মসুচি পালনে বৈষম্য বিরোধী আন্দোলন এর নেতাকর্মিরা অগ্রনী ভুমিকা পালন করেন। ফেনীর এনসিপি নেতা কর্মিরা ও সাথে অংশনেন।