জুলাই আগস্টের
গণঅভ্যুত্থানের শহীদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল
স্টাফ রিপোর্টার
আদিলুর রহমান আদিল গফরগাঁও, ময়মনসিংহ
জুলাই-আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থানের সকল শহীদের স্মরণে “স্মরণ সভা” আয়োজন করে ময়মনসিংহ মহানগর ছাত্রদল ।
উক্ত স্মরণ সভায় , প্রধান অতিথি হিসাব উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব আবু ওয়াহাব আকন্দ ভাইয়া।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন , ময়মনসিংহ মহানগর বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক জনাব একেএম শফিকুল ইসলাম ।
ময়মনসিংহ মহানগর ছাত্রদলের বিপ্লবী সভাপতি গোবিন্দ রয় সভাপতিত্বে এবং সংগ্রামী সাধারণ সম্পাদক আল মোঃ রাফসান সামির সঞ্চালনায় , উক্ত স্মরণ সভায় আমন্ত্রিত অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক মণ্ডলীর সদস্য জনাব সৈয়দুজ্জামান শরীফ , জনাব আব্দুর রব আকন্দ রতন , ময়মনমিংহ মহানগর যুবদলের সভাপতি জনাব মোজাম্মেল হক টুটু , ময়মনসিংহ মহানগর মহিলা দলের সভাপতি মিসেস খালেদা আতিক , সাধারণ সম্পাদক মিসেস ফারিয়া তাসনিম তিথি , ময়মনসিংহ মহানগর মৎসজীবী দলের সভাপতি তন্ময় আহমেদ লিটন , সাধারণ সম্পাদক আশিক সরকার এবং ময়মনসিংহ মহানগর ওলামা দলের নেতৃবৃন্দ সহ , ময়মনসিংহ মহানগর ছাত্রদল এবং এর অধীনস্থ সকল থানা , ওয়ার্ড ও কলেজ শাখার নেতৃবৃন্দ ।