দুস্কৃ*তিকারীদের দমন ছাড়া বিকল্প নেই –গোপালগঞ্জে
রেজুয়ান আহমেদ সৈকত
ত্রিশাল(ময়মনসিংহ) প্রতিনিধিঃ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগ নিয়ে আওয়ামী দোসররা সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। তিনি বলেন, এসব দুস্কৃতিকারীদের কঠোর হাতে দমন ছাড়া বিকল্প কোনো পথ নেই।
বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো বিবৃতিতে ফখরুল ইসলাম আলমগীর বলেন, “গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি দেশে যাতে ফ্যাসিবাদের পুনরুত্থান না ঘটে, সে জন্য দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” তিনি সতর্ক করে দিয়ে বলেন, “এ ব্যাপারে কোনো শিথিলতা দেখা দিলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।”
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে হামলার পরিপ্রেক্ষিতে তিনি এ মন্তব্য করেন। বিএনপি মহাসচিব এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, “পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীদের এই হামলা ন্যাক্কারজনক।” তিনি অভিযোগ করেন,
দুস্কৃতিকারীরা ইচ্ছাকৃতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে নৈরাজ্য থেকে রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছে।
বিবৃতিতে গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার সঙ্গে জড়িতদের তাৎক্ষণিক গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়েছে।