টঙ্গীবাড়ীতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলামের মৃ*ত্যুবা*র্ষিকী উপলক্ষে দোয়া-মিলাদ
হোসেন হাওলাদার
স্টাফ রিপোর্টার (মুন্সীগঞ্জ)
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, দোয়া-মিলাদ ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৩টার দিকে টঙ্গীবাড়ী প্রেসক্লাবের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের কর্মময় জীবনের উপর আলোচনা সভা হয়।
এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. শাহ মোয়াজ্জেম, প্রকল্প-বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাত্ববর, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইমতিয়াজ, টঙ্গীবাড়ী প্রেসক্লাব সভাপতি এড. জাহাঙ্গীর আলম,
সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি মো. আবু বাক্কার মাঝি (ইফতেখার), সাংবাদিক সুমন চোকদার, শেখ সোহাগ, সামসুদ্দিন তুহিন, নাজমুল ইসলাম পিন্টু, অনিক শেখ, জসিম শেখ, কাদির খান, হোসেন হাওলাদার প্রমুখ। পরে দোয়া-মোনাজাত পরিচালনা করেন মো. আলামিন।