1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৭ অপরাহ্ন
সর্বশেষ :
ধর্মপাশায় বাদশাগঞ্জ জামিয়া কাউসার মারকাযুল উলূম-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  ইসলামী আন্দোলনের কর্মীদের ত্যাগের বিনিময় এই জমিনে ইসলাম বিজয়ী হবে ইনশাআল্লাহ হাসপাতালে যুবদল নেতা আলমকে দেখতে গেলেন বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ  শিবচরের সাবেক কৃষি কর্মকর্তা খোসরুল আলমের জানাজা ও দাফন সম্পন্ন সুন্দরগঞ্জে টাকায় প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধ*র্ষণ দীর্ঘ দের যুগ পর ফুটবল টুর্নামেন্ট সিজন (১)২০২৫ ইং মামুদ নগর নগর শ্মশান মাঠে অনুষ্ঠিত হয় চিরিরবন্দরে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টেকনাফের আচারের প্যাকেটে ইয়াবা এক পাচারকারী আকট চারটি পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে আপনার বাচ্চা কে টাইফয়েড জনিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে টিকা দিন

ভালুকায় ত্রিপল খুনের মাম*লায় দেবর নজরুল ইসলাম গাজীপুর থেকে গ্রে*প্তার

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

ভালুকায় ত্রিপল খুনের মাম*লায় দেবর নজরুল ইসলাম গাজীপুর থেকে গ্রে*প্তার

পুলক শেখ, বিশেষ প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

ময়মনসিংহের ভালুকা পৌরসভার ৭নং ওয়ার্ডের খারুয়ালি এলাকায় একই পরিবারের তিনজনকে নির্মমভাবে জবাই করে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন নজরুল ইসলামকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিহতরা হলেন—ময়না বেগম (২৫), তার মেয়ে রাইসা বেগম (৭) ও পুত্র নিরব (২)। গত ১৩ জুলাই (রবিবার) রাতের কোনও এক সময় এ হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, প্রায় দেড় মাস আগে নিহত ময়নার স্বামী রফিকুল ইসলাম ও তার ছোট ভাই নজরুল ইসলাম খারুয়ালি এলাকার ফয়ুম মিয়ার একটি দুই কক্ষের বাসা ভাড়া নেন। রফিকুল কাঠালী এলাকায় একটি মিল কারখানায় চাকরি করতেন, আর নজরুল অটোরিকশা চালাতেন।

রবিবার রাত ৮ টার দিকে রফিকুল কর্মস্থলে চলে যান। পরদিন সকালে ফিরে এসে বাসার বারান্দার দরজায় তালা দেখতে পান। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে বাড়ির মালিককে ডেকে আনেন। পরে তালা ভেঙে ভিতরে ঢুকে তিনি দেখতে পান, স্ত্রী, কন্যা ও পুত্রের গলাকাটা মরদেহ খাটের ওপর পড়ে আছে।

খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো দা ও রক্তমাখা চাদর জব্দ করে। তবে হত্যার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।

রফিকুল ইসলামের বাড়ি নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার কীর্তনখলা গ্রামে। তিনি ভালুকার সেনেরবাজার এলাকায় অস্থায়ীভাবে বসবাস করতেন।

আজ ১৫ জুলাই (মঙ্গলবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার গাজীপুর এলাকা থেকে নজরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এ বিষয়ে ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) জানান, “আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে বিস্তারিত পরে জানানো হবে।”

স্থানীয়দের মধ্যে এই জঘন্য হত্যাকাণ্ড ঘিরে চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট