1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
ধর্মপাশায় বাদশাগঞ্জ জামিয়া কাউসার মারকাযুল উলূম-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  ইসলামী আন্দোলনের কর্মীদের ত্যাগের বিনিময় এই জমিনে ইসলাম বিজয়ী হবে ইনশাআল্লাহ হাসপাতালে যুবদল নেতা আলমকে দেখতে গেলেন বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ  শিবচরের সাবেক কৃষি কর্মকর্তা খোসরুল আলমের জানাজা ও দাফন সম্পন্ন সুন্দরগঞ্জে টাকায় প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধ*র্ষণ দীর্ঘ দের যুগ পর ফুটবল টুর্নামেন্ট সিজন (১)২০২৫ ইং মামুদ নগর নগর শ্মশান মাঠে অনুষ্ঠিত হয় চিরিরবন্দরে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টেকনাফের আচারের প্যাকেটে ইয়াবা এক পাচারকারী আকট চারটি পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে আপনার বাচ্চা কে টাইফয়েড জনিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে টিকা দিন

নালিতাবাড়ীতে ভোগাই নদী থেকে সিএনজি চালকের মর*দেহ উ*দ্ধার

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

নালিতাবাড়ীতে ভোগাই নদী থেকে সিএনজি চালকের মর*দেহ উ*দ্ধার

হেলাল উদ্দিন উপজেলা প্রতিনিধি নালিতাবাড়ী

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীর থানা ঘাট এলাকা থেকে হুমায়ুন মিয়া (৩৫) নামে এক সিএনজি চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) বিকেলে শহরের আমবাগান মহল্লার থানা ঘাট থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত হুমায়ুন মিয়া শেরপুরের নকলা উপজেলার ধুকুরিয়া গ্রামের ফুল মাহমুদের ছেলে। তিনি পরিবার নিয়ে নালিতাবাড়ী পৌর এলাকার গড়েরগাঁও এলাকায় বসবাস করতেন।

এর আগে, দুপুরে আড়াইআনী বাজার ঘাট সংলগ্ন ভোগাই নদীতে ভাসমান অবস্থায় দুমড়ে-মুচড়ে যাওয়া একটি সিএনজি উদ্ধার করে পুলিশ। সিএনজি’র রেজিস্ট্রেশন নম্বর ছিল ময়মনসিংহ থ-১১-৩৮৯৯। স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, সকালে ভাসমান অবস্থায় সিএনজি দেখতে পেয়ে তারা পুলিশে খবর দেন।

পরে তদন্তে জানা যায়, চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকার একটি পাকা রাস্তা সরাসরি নদীর মধ্যে চলে গেছে। ধারণা করা হচ্ছে, রাস্তাটি আগে থেকে চেনা না থাকায় হুমায়ুন রাতে অন্ধকারে সোজা চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যান। ফলে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে এবং ভাটির দিকে ভেসে গিয়ে মরদেহটি পরে উদ্ধার করা হয়।

মরদেহে দুর্ঘটনার আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের স্ত্রী ঝর্ণা খাতুন জানান, গত শনিবার (১২ জুলাই) রাত ১০টার দিকে হুমায়ুন সিএনজি নিয়ে বাসা থেকে বের হন। এরপর রোববার বিকেলে একবার ফোনে কথা হয়েছিল, তখন তিনি নকলা এলাকায় ছিলেন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নিহত চালক ও তার সিএনজি উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট