নদীর ভাঙন সরেজমিনে পরিদর্শন করলেন বিএনপির নেতা লুৎফুর রহমান কাজল
মনজুর আলম স্টাপ রিপোর্টার কক্সবাজার
কক্সবাজারে রামু উপজেলার নদী ভাঙ্গন পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল
আজ ১২ জুলাই বিকেল ৩টায় রামু উপজেলার জোয়ারিয়ানালা পূর্ব নোনাছড়ী ও সওদাগর পাড়া এলাকার নদীবভাঙন পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন।বিএনপির নেতা লুৎফুর রহমান কাজল
পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর সাথে কথা বলেন এবং তাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন। এসময় তিনি দ্রুত নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
পরিদর্শনের পূর্বে লুৎফুর রহমান কাজল জোয়ারিয়ানালা ইমদাদুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মরহুম মাওলানা আবু বক্কর হুজুরের কবর জিয়ারত করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।
পরে তিনি জোয়ারিয়ানালা মাদ্রাসা পরিদর্শন করে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক গুণাবলী অর্জনের ওপর গুরুত্বারোপ করেন এবং তাদের আলোকিত ভবিষ্যতের জন্য শুভকামনা করেন।