1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০০ অপরাহ্ন
সর্বশেষ :
ধর্মপাশায় বাদশাগঞ্জ জামিয়া কাউসার মারকাযুল উলূম-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  ইসলামী আন্দোলনের কর্মীদের ত্যাগের বিনিময় এই জমিনে ইসলাম বিজয়ী হবে ইনশাআল্লাহ হাসপাতালে যুবদল নেতা আলমকে দেখতে গেলেন বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ  শিবচরের সাবেক কৃষি কর্মকর্তা খোসরুল আলমের জানাজা ও দাফন সম্পন্ন সুন্দরগঞ্জে টাকায় প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধ*র্ষণ দীর্ঘ দের যুগ পর ফুটবল টুর্নামেন্ট সিজন (১)২০২৫ ইং মামুদ নগর নগর শ্মশান মাঠে অনুষ্ঠিত হয় চিরিরবন্দরে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন টেকনাফের আচারের প্যাকেটে ইয়াবা এক পাচারকারী আকট চারটি পরিবারকে সহায়তা প্রদান করা হয়েছে আপনার বাচ্চা কে টাইফয়েড জনিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে টিকা দিন

গফরগাঁওয়ে ২২ ঘন্টা পর, ২ শিশু সিফাত মৃ*ত দেহ পুকুর থেকে উ*দ্ধার। আইমান সাদাব নি**খোঁজ।

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১১৫ বার পড়া হয়েছে

গফরগাঁওয়ে ২২ ঘন্টা পর, ২ শিশু সিফাত মৃ*ত দেহ পুকুর থেকে উ*দ্ধার। আইমান সাদাব নি**খোঁজ।

স্টাফ রিপোর্টার
আদিলুর রহমান (আদিল)
গফরগাঁও ময়মনসিংহ

‎ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই শিশু নিখোঁজের ২২ ঘন্টার পর সিফাত হাসান (১১) নামে এক শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার হয়েছে। এদিকে দুই শিশু নিখোঁজের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছিল। আজ শনিবার (১২ জুলাই) সকাল ১০ টায় নিহত শিশু সিফাতের লাশ বাড়ি থেকে প্রায় ২শ গজ দূরে জনৈক রশিদের পুকুরের ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
নিহত সিফাত উপজেলার পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরশাঁখচূড়া গ্রামের সৌদি প্রবাসী নূর ইসলামের ছেলে এবং চরশাঁখচূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।
এদিকে আজ শনিবার (১২ জুলাই) দুপুর পর্যন্ত অপর শিশু একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দিঘীরপাড় (অতার বাড়ী) গ্রামের সৌদি প্রবাসী আল- আমিনের ছেলে আইমান সাদাবকে (৫) উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় রাতেই পাগলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সন্তান হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। নিখোঁজের পর রাত ১২ টা দিকে একটি চক্র উভয় পরিবারে লোকজনের নিকট শিশুদের ফেরত চেয়ে মুক্তিপণ হিসেবে বিভিন্ন অংকের টাকা দাবি করেছেন বলে শিশুদের পরিবার জানান। এরই মধ্যে নিহত সিফাতের ভাই জিসান (মোবাইল নম্বর- 01765-044150) এই নম্বরে ২ হাজার টাকা বিকাশ করে।

পুলিশ, স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার বেলা ১২ টায় দিকে উপজেলার চরশাঁখচূড়া গ্রামের সৌদি প্রবাসী নূর ইসলামের ছেলে সিফাত হাসান বাড়ি সামনে থেকে নিখোঁজ হয়। অপরদিকে একই সময়ে দিঘীরপাড় গ্রামের সৌদি প্রবাসী আল আমিনের ছেলে আইমান বাড়ি পাশে দোকানে হালখাতা অনুষ্ঠানে মাইক বাজা শব্দ শুনে দোকানে সামনে যায়। এরপর থেকে নিখোঁজ হয় সাদাব। এ ঘটনার একদিন হলেও এখন পর্যন্ত শিশু সাদাবের কোনো সন্ধান মেলেনি।
শিশু সাদাবের নানা সুলতান মিয়া বলেন, শিশুটি বাবা বিদেশ থাকেন। বাড়ি পাশ্ববর্তী নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বারগুড়িয়া গ্রামে। মা- ছেলে আমার বাড়িতেই থাকে। বাড়ির পাশে দোকানে সামনে থেকে আমার নাতিকে কে বা কারা নিয়ে গেছে কিংবা কেউ ষড়যন্ত্র করে মেরে ফেলেছে কিনা, কিছুই বলতে পারছি না। আমরা এ ঘটনার রহস্য উদঘাটনের দাবি জানাই।
শিশুর ফুফু বলেন, আমরা নিখোঁজ সাদাবের সন্ধান চাই। আশপাশের পুকুর-ডোবা ও স্বজনদের বাড়িঘর তল্লাশি চালানো হয়েছে, কিন্তু তাকে কোথাও পাওয়া যায়নি।
নিখোঁজ আইমানের মামা জাকির বলেন, তার কাছে ফোন করে ১ লক্ষ টাকা চায় দুর্বৃত্তরা।

এ বিষয়ে পাঁচবাগ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মান্নান বলেন, এক শিশুর লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।পুলিশীর তৎপরতা বাড়িয়ে অপর শিশুটিকে উদ্ধারে কার্যক্রম চলছে। এদিকে থানার ওসিসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তারা ঘটনাস্থলে এসেছেন।

এ ব্যাপারে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, নিখোঁজ সিফাতের লাশ উদ্ধার হয়। লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হবে।
অপর শিশু আইমানে নিখোঁজের ব্যাপারে এখনও কোন খোঁজ পাওয়া যায়নি। তবে তার ব্যাপারে পুলিশ কাজ করছে। এছাড়াও এ ঘটনাগুলোর সাথে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলেও ওসি ফেরদৌস আলম জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট