মোঃ দেলোয়ার হোসেন স্টাফ রিপোর্টার:
বগুড়া জেলা শিবগঞ্জ উপজেলা অসামাজিক কার্যকলাপের দায়ে তিন নারীসহ এক পুরুষকে গ্রেফতার করেছে শিবগঞ্জ থানা পুলিশ।
বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে শিবগঞ্জ উপজেলার শিশু পার্ক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- শিবগঞ্জ উপজেলার বিহার পশ্চিম পাড়া গ্রামের রুলি বেগম (৩৫), খুলনার বিথি আক্তার (২৪), শেরপুর জেলার নালিতাবাড়ী এলাকার সাথী আক্তার (৩৫) এবং কাজিতলা এলাকার আব্দুল আলিম (২৭)। এলাকাবাসী সূত্রে জানা যায়, বিহার পশ্চিমপাড়া রুলি বেগম দীর্ঘদিন ধরে শিশু পার্ক এলাকায় বাসা ভাড়া নিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে মেয়েদের ভাড়া করে নিয়ে এসে এ অসামাজিক কার্যকলাপ চলছিল। তার বাসায় দিন রাতে নতুন নতুন ছেলে এবং মেয়েরা যাতায়াত করছিল । বিষয়টি নজরে এলে পুলিশ গোপন সূত্রে তথ্য পেয়ে অভিযান চালায় এবং ঘটনাস্থল থেকে তাদেরকে গ্রেফতার করেন। এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুজ্জামান বলেন, গোপন সূত্রে জানতে পারি যে, ওই স্থানে অসামাজিক কার্যকলাপ পরিচালিত হচ্ছে। এরপর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এরকম অভিযান আমাদের চলমান থাকবে। তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান আছে।এই অভিযানে প্রশংসা ভাবছে শিবগঞ্জ থানা পুলিশ স্থানীয়দের দাবি, ভবিষ্যতে যেন এইরকম নেক্কারজনক ঘটনা আর না ঘটে এজন্য প্রশাসকের সহযোগিতা চেয়েছে।