শাব্বীর আহমদ শিবলী বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ
আজ ১০ই জুলাই বৃহস্পতিবার বিকাল ৪ টায় ছাত্র জমিয়ত বাংলাদেশ হবিগঞ্জ জেলার অধিনস্থ চুনারুঘাট উপজেলা শাখার উদ্যোগে চুনারুঘাট প্রেসক্লাবে মনছুরুল হক আল আমিনের সভাপতিত্বে ও আহমদ আব্দুল্লাহ- এর সঞ্চালনায় ২৪ এর গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম চুনারুঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান, সাংগঠনিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ চুনারুঘাট উপজেলা শাখা, আরও উপস্থিত ছিলেন যুব নেতা মাওলানা মিজানুর রহমান ইমরান, মাওলানা ফারুক আহমদ, ছাত্র নেতা মিসবাহুজ্জামান ইকবাল, রায়হান তালুকদার, শামিম উসমান, সালাহউদ্দিন, রাফি, ফজলুল হক-সহ স্থানীয় নেতৃবৃন্দ।
নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও ২৪ শের গণঅভ্যুত্থানে সকল শহীদদের স্বরণে দোয়ার মাধ্যমে সমাপ্ত হয়।