পুলক শেখ, প্রভাতী বাংলাদেশ
২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ময়মনসিংহের ভালুকা উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে মোটামুটি সাফল্য এসেছে। তবে ভালুকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবারে সবচেয়ে উল্লেখযোগ্য ফলাফল করেছে।
এই প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেয় ১১৪ জন শিক্ষার্থী, যার মধ্যে ১১১ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৫৮ জন। পাসের হার ৯৭.৩৭ শতাংশ।
অন্যদিকে, ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ছিল ২৩৯ জন। এর মধ্যে ১৬৯ জন পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে ৪৭ জন শিক্ষার্থী। এ প্রতিষ্ঠানের পাসের হার ৭০.৭১ শতাংশ।
হালিমুন্নেসা স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষার্থী ছিল ১৩১ জন, যার মধ্যে ১০১ জন পাস করেছে। পাসের হার ৭৭.১০ শতাংশ হলেও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য নয়।
সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থী ছিল সর্বোচ্চ—৪২২ জন। এর মধ্যে পাস করেছে ২৭৫ জন, বাকিরা অনুত্তীর্ণ।
সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারি বালিকা বিদ্যালয়ের ধারাবাহিক সাফল্যের পেছনে রয়েছে ভালো পাঠদান, নিয়মিত শ্রেণিকক্ষে উপস্থিতি এবং অভিভাবকদের সচেতনতা। তবে অন্যান্য প্রতিষ্ঠানে ফলাফল আরও উন্নত করতে প্রয়োজন সময়োপযোগী পরিকল্পনা ও নজরদারি।