৯ নং রানাগাছা ইউনিয়নে লটারির মাধ্যমে ভিডব্লিউবি এর তালিকা প্রস্তুত
মোঃ আজাদ হোসেন নিপুঃ- জামালপুর জেলা প্রতিনিধি।।
জামালপুর সদর উপজেলার ৯ নং রানাগাছা ইউনিয়ন পরিষদের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের ভালনারেবল উইমেন বেনিফিট (VWB) কর্মসূচির উপকারভোগী চূড়ান্ত নির্বাচনের লক্ষ্যে সার্বিক যাচাই-বাছাই ও লটারির আয়োজন করা হয়। এ অনুষ্ঠানটি সকাল ১০ঃ০০ ঘটিকায় শুরু হয়ে বিকাল ৪ঃ০০ ঘটিকা পর্যন্ত কার্যক্রম চলমান ছিলেন।
উক্ত অনুষ্ঠানে মোঃ মাজেদুর রহমান,জামালপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসারের অনুউপস্থিতে প্রতিনিধি হিসেবে ছিলেন জনাব মোঃ আবু সাঈদ, পরিবার পরিকল্পনা পরিদর্শক, রানাগাছা ইউনিয়ন। আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব মোঃ জাহিদুল ইসলাম এবং কামরুন্নাহার, জামালপুর সদর উপজেলা প্রোগ্রাম অফিসার ও মহিলা বিষয়ক অধিদপ্তর
।
এছাড়াও রানাগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ কেরামত উল্ল্যাহ( উজ্জ্বল) , ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ,ইউনিয়ন পরিষদের সকল মেম্বার ও মহিলা মেম্বারগন এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রতিটি ওয়ার্ড থেকে লটারির মাধ্যমে স্বচ্ছ ও নিরপেক্ষভাবে উপকারভোগী নারীদের নির্বাচন করা হয়। পুরো প্রক্রিয়াটি উন্মুক্ত ভাবে পরিচালিত হয়, যাতে নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় থাকে।
স্থানীয় জনগণ ও জনপ্রতিনিধিরা জানান, এ ধরনের অংশগ্রহণমূলক নির্বাচন ব্যবস্থা সরকারি সেবা প্রাপ্তিতে সাধারণ মানুষের আস্থা বাড়িয়ে তুলছে।
উল্লেখ্য, মোট আবেদনকারী ছিলো ১০০০ জন, উপস্থিত ছিলেন প্রায় ৭০০ জন এবং লটারিতে জয়লাভ করেছেন ২০১ জন। ভিডব্লিউবি কর্মসূচি বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা প্রকল্প। যার মাধ্যমে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত নারীদের জন্য আর্থিক সহায়তা ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হয়।