মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
: নওগাঁ মহাদেবপুরে মাদকের টাকা না পেয়ে মাকে মারপিট করায় কীটনাশক পানে আত্মহত্যা করেছে মা সাবিনা ইয়াসমিন (৩৮) ।
মাদকাসক্ত ছেলের মারপিটে অতিষ্ঠ হয়ে রাগে অভিমানে কীটনাশক পানে তিনি আত্মহত্যা করেছেন বলে জানান স্থানীয়রা। বুধবার দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরগ্রাম ইউনিয়নের বামন সাতা সরকার পাড়ায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানান, মঙ্গলবার রাতে বামন সাতা সরকার পাড়া গ্রামের মাসুদ রানার স্ত্রী সাবিনা ইয়াসমিনের কাছে তার মাদকাসক্ত ছেলে সাব্বির হোসেন মাদকের জন্য টাকা চায়। সাবিনা ইয়াসমিন ছেলেকে টাকা দিতে অস্বীকৃতি জানালে ঝগড়াঝাটি শুরু হয়। এর এক পর্যায়ে সাব্বির হোসেন তার মাকে মারপিট করে। এতে ছেলের উপর অভিমান করে রাতেই মা সাবিনা ইয়াসমিন কীটনাশক পান করে আত্মহত্যা চেষ্টা করে। পরে সাব্বির হোসেনও কীটনাশক পানে আত্মহত্যা চেষ্টা চালায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল নেয়ার সময় পথিমধ্যে মা সাবিনা ইয়াসমিনের মৃত্যু হয়। ছেলে সাব্বির হোসেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে থানা পুলিশ বুধবার দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন। মহাদেবপুর থানার ওসি মো. শাহিন রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।