নোয়াখালী সেনবাগ থেকে সেখ কামরুল ইসলাম স্টাফ রিপোর্টার
নোয়াখালী সেনবাগ উপজেলা ১নং ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ সালা উদ্দিন ইউনিয়নের চিলাদি গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা-মরহুম আলী আরশাদ, মাতা-মৃত মাফিয়া খাতুন, সালা উদ্দিন ২০০৫ সালে তেমুহনী এ আর বি উচ্চ বিদ্যালয় থেকে এস,এস,সি পাশ করেন। ২০০৭ সালে চৌমুহনী সরকারি কলেজ থেকে এইচ এস সি সহ একই কলেজ থেকে হিসাব বিজ্ঞানে অনার্স মাস্টার্স ডিগ্রি লাভ করেন। ছাএ জীবনে জামাতে ইসলামি নোয়াখালী জেলা ছাএ শিবির উওর এর সভাপতি ও কেন্দ্রীয় সহকারী কলেজ সম্পাদক, মোহাম্মদপুর থানা সূরা কর্মপরিষদ সদস্য মোঃপুর থানা পূর্ব যুব বিভাগের সভাপতি নির্বাচিত হন মোঃ সালা উদ্দিন। তিনি বর্তমানে সুনাম ধন্য ব্যবসায়ী। এই ছাড়া ছাতার পাইয়া ফুল কলি মডেল হাই স্কুলের পরিচালক, চিলাদি শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক, ঢাকাস্থ ছাতার পাইয়া ফোরামের সভাপতি, সেনবাগ ফোরামের কোষাধাক্ষ, স্টুডেন্ট ওয়েল ফেয়ার সোসাইটির সাবেক সভাপতি, সাহিত্য সংস্কৃতি সংগঠনের কান্ডারী শিল্প গুষ্টির সাবেক চেয়ারম্যান সহ সমাজে অনেক অবদান আছে মোঃ সালা উদ্দিন এর। তিনি একান্ত সাক্ষাৎকারে বলেন, আমি ছাএজীবন থেকে জামাতে ইসলামি বাংলাদেশের একজন সক্রিয় কর্মী। দল আমাকে মনোনয়ন দিয়েছে, আমি সবার দোয়া ১নং ছাতার পাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলে একটি মডেল আধুনিক ডিজিটাল ইউনিয়ন পরিষদ গডে তুলবো ইনশাল্লাহ।