ফেনীতে এক গৃহবধু সাডে ৭ ভরি স্বর্ণালন্কার ও নগদ ২ লাখ টাকা নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়েছে।
মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি।
ফেনী পৌরসভার ১৪ নং ওয়ার্ড় থেকে সাডে সাত ভরি স্বর্ণালন্কার সহ নগদ ২ লক্ষ টাকা নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে এক গৃহবধূ পালিয়েছে দুবাই প্রবাসীর স্ত্রী।সোনাগাজীর উপজেলার সাইদ আকাশ নামে এক যুবকের সাথে মোবাইল ফোনের মাধ্যমে পরকীয়ায় জড়িয়ে পড়েন।সেই পরকীয়া প্রেমের জেরে প্রবাসীর বিভিন্ন সময় পাঠানো সাডে সাত ভরি স্বর্ণালন্কার যার বর্তমান বাজার মুল্য প্রায় ১২৩৫৫০০/ টাকা সহ নগদ ২লাখ মোট ১৪৩৫৫০০/ টাকা ব্যবহায্য জিষিসপত্র সহ নিয়ে নিয়ে গত বৃহস্পতিবার ৩/৭/২৫ইং তারিখ দুপুরে দিকে আকাশের সাথে অঞ্জাত স্হানে পালিয়ে যায়। এব্যাপারে ফেনী মডেল থানায় গৃহবধূ ও পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে দুবাই প্রবাসীর ভাই অভিযোগ দাখিল করেন।