যশোর সীমান্তে বিজিবি’র অভিযানে ১২ লক্ষাধিক টাকার অবৈধ পণ্য জব্দ
শার্শা উপজেলা প্রতিনিধিঃ মোঃ মানিক হোসেন দৈনিক প্রভাতী বাংলাদেশ
যশোর সীমান্তে বড় ধরনের চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অভিযানে উদ্ধারকৃত পণ্যের আনুমানিক মূল্য ১২ লাখ ৩৯ হাজার ৩৬০ টাকা।
বুধবার (২ জুলাই ২০২৫) ৪৯ বিজিবির অধীন টহল দল শালকোনা, ঘিবা, বেনাপোল বিওপি, বর্ণি বিশেষ ক্যাম্প ও আমড়াখালী চেকপোস্টের বিভিন্ন সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ভারতীয় WINCEREX কাশির সিরাপ নেশাজাতীয় গরু, শাড়ি, পোশাক, বিভিন্ন প্রকার চকলেট, খাদ্য সামগ্রী, তামাক, সিগারেট এবং কসমেটিকস পণ্য জব্দ করা হয়।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী এসপিপি, পিএসসি বলেন, “দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান রোধে গোয়েন্দা তৎপরতা ও সুনির্দিষ্ট পরিকল্পনার আওতায় নিয়মিত অভিযান পরিচালনা করছে বিজিবি। এ ধারাবাহিকতায় আমরা একের পর এক সফলতা পাচ্ছি।
তিনি আরও বলেন, সীমান্তে বিজিবির এই ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং চোরাচালান রোধে কোন ধরনের ছাড় দেওয়া হবে না।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে পাঠানো হয়েছে এবং অন্যান্য পণ্য কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।