ফুলগাজীতে সিএনজি ড্রাইভার সমবায় সমিতির কমিটি, সভাপতি মীরু সম্পাদক তাজুল.
এম,এ,করিম ভুঁইয়া,স্টাফ রিপোর্টার,ফেনী,
–
ফেনী জেলার ফুলগাজী উপজেলা সিএনজি ড্রাইভার সমবায় সমিতির আত্মপ্রকাশ
১ জুলাই (মঙ্গলবার) রাতে ফুলগাজী রেলওয়ে স্টেশন সংলগ্ন নিজস্ব কার্যালয় সমিতির সহ-সভাপতি কাজী মহিন উদ্দিনের সঞ্চালনায় কমিটি ঘোষণা ও অভিষেক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সভাপতির দায়িত্ব গ্রহণ করেন মীর হোসেন মিরু এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব নেন তাজুল ইসলাম।
এতে উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ও উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন আপনারা দিনে একরকম ভাড়া ও রাতে আরেক রকম ভাড়া নিবেন না। আপনারা মানুষের সেবায় থাকলে আমরা আপনাদের পাশে আছি।
অনুষ্ঠানে উপজেলার শতাধিক সিএনজি ড্রাইভার উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত নেতাদের ফুলেল শুভেচ্ছা ও অভিন♦ন্দনের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। উপস্থিত বক্তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে সিএনজি চালকদের অধিকার ও কল্যাণে আরও সক্রিয় ভূমিকা পালন করা হবে।