গাঁ জা*সহ মাদক কারবারী আ*টক
পটুয়াখালী বাউফল প্রতিনিধি মোঃ রুবেল হোসাইন
পটুয়াখালী বাউফল পৌরসভা এলাকা (৬) নং ওয়ার্ড ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ( ১ )জুলাই রাতে ১১ টায় পৌরসভার এলাকায় একটি বিশেষ অভিযানে ওই মাদককারবারীকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম সালাম হাওলাদার (৩৫)। পটুয়াখালী জেলা বাউফল উপজেলার পৌরসভার ৬নং ওয়ার্ড বাসিন্দা।
বাউফল থানা ওসি আক্তারুজ্জামান সরকার তথ্য নিশ্চিত করেন ,ব্যক্তি বিক্রি করার উদ্দেশ্যে অন্যত্র নিয়ে যাচ্ছিল, এমন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে এক কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ সালাম হাওলাদার আটক করা হয়।
জব্দকৃত মাদকদ্রব্য এবং আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের করা হবে বলেন,।