1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
মঙ্গলবার, ২০ মে ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
লক্ষ্মপুরে মাদ্রাসা ছাত্রের মৃত্যুর ঘটনায় তালিমুল কুরআন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার বিবৃতি পাবনার পাঁচটি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা, সুজানগরে এক মঞ্চে সমাবেশ  চকরিয়া আমজাদিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা মহা ষড়যন্ত্র ও জমি দখলদারের কবলে দেশব্যাপী ২০’ই মে সাংবাদিকদের কলম বিরতি পালনের আহবান বিএসকেপি’র  রাতের আধারে ধূলিসাৎ করে দিল কুল বড়ই চাষের স্বপ্ন কুড়িগ্রামে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন চরভূরুঙ্গামারী ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ছদরুল আলম বাবু মাষ্টার গ্রেফতার বেনাপোল টাস্কফোর্সের অভিযান চালিয়ে মোবাইল ও কসমেটিক্স আটক করেছে বিজিবি বাস্তা সবুজ সংঘ মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকারের ঘোষণা ঈদের আগে বকেয়া বেতন পরিশোধের দাবিতে নোয়াখালীতে মানববন্ধন

বান্দরবানের আলীকদম উপজেলায় সৎভাইয়ের হাতে খুন হয়েছেন ভাই

প্রতিনিধি (আলীকদম) বান্দরবান:
  • প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারী, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

প্রতিনিধি (আলীকদম) বান্দরবান:

 

বান্দরবানের আলীকদম *উপজেলায়* জায়গাজমি ও গরু ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে সৎভাইয়ের হাতে খুন হয়েছেন নুরুল আবছার মামুন নামে এক কলেজ ছাত্র। নিহত মামুনের পিতার নাম মৃত আনোয়ার হোসেন। অভিযুক্ত সৎভাই আবু মোছা নয়াপাড়া ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি। তার পিতার নাম কামাল উদ্দীন।

 

শনিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দক্ষিণ নয়াপাড়া এলাকায় এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, মামুন ও তার সৎভাই আবু মোছার মধ্যে জায়গাজমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। সম্প্রতি একটি গরুর বাচুর দেওয়া-নেওয়া নিয়ে তাদের মধ্যে উত্তেজনা শুরু হয়। প্রত্যক্ষদর্শী জয়নাল আবেদিন জানান, বাচুরটি মামুনের মালিকানাধীন ছিল। তবে তাদের মা বাচুরটি আবু মোছার ছেলেকে উপহার হিসেবে দিতে চাইলে মামুন তা দিতে অস্বীকৃতি জানায়।

 

এ নিয়ে শুরু হওয়া তর্কাতর্কি এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। হাতাহাতির সময় আবু মোছা মামুনের কানে কামড়ে তা ছিঁড়ে ফেলে। এলাকাবাসীর হস্তক্ষেপে ঝগড়া থামানো হলেও কিছুক্ষণ পরে তাদের মধ্যে আবারও সংঘর্ষ বাঁধে।

 

 

পরবর্তীতে আবু মোছা তার বাড়ির আঙিনায় কাঠের লাঠি দিয়ে মামুনের মাথা ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। আহত অবস্থায় মামুনকে আলীকদম সরকারি হাসপাতালে নেওয়া হলে কর্বব্যরত চিকিৎসক থাকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে। যাওয়ার পথে মামুনের মৃত্য হয় বলে তার পরিবার জানায়।

 

স্থানীয় পাড়ার সরদার মো. নুরুল বশর বলেন, “এক মা ও দুই বাবার সন্তান হওয়ায় মামুন ও আবু মোছার মধ্যে নানা সময়ই বিরোধ লেগে থাকত। জায়গাজমি নিয়েও তাদের মধ্যে পুরনো বিরোধ ছিল।”

 

৩ নং নয়াপাড়া ইউপি চেয়ারম্যান মো. কফিল উদ্দীন বলেন, “এটি অনাকাঙ্খিত একটি ঘটনা। তবে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।”

 

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহত মামুনের লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান পাঠানো হয়েছে। খুনের ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

এ খুনের ঘটনায় নিহতের বন্ধুরা হত্যাকান্ডের বিচার দাবী করছে। এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্রিয় ভূমিকা পালন করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট