1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
মঠবাড়িয়া এক মা,দ,ক ব্যবসায়ী সোহেলকে গোপনীয় কৌশল গ্রে,ফতা,র করেন থানা পুলিশ। শান্তিগঞ্জে ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলন-২৫ অনুষ্ঠিত কেশবপুরের ভোটারদের যশোর নির্বাচন অফিস ঘেরাও তারুণ্যে দীপ্ত বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিতের জন্মদিন উদযাপন হোমনা উপজেলার ছয়ফুল্লাকান্দিতে রফিক নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে নৃশংসভাবে হ,,ত্যা করা হয়েছে। জয়পুরহাটে কালাই স্টাফ রিপোর্টার মোঃ ইব্রাহিম হোসেন রাজশাহীতে হ,ত্যা,র উদ্দেশ্যে হাম,লা আ,সামি,রা ধরা ছোঁয়ার বাইরে উন্নয়নের অপর নাম আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন রোহিঙ্গা সংকট সমাধানে নাগরিক সমাজের প্রত্যাশা রোহিঙ্গা প্রত্যাবাসন একমাত্র সমাধান বান্দরবানে ইউপি সচিব এর বিরুদ্ধে অসহায় বিধবা মহিলার জমি দখলের অভিযোগ উঠেছে 

ভিক্ষুকের জীবনের শেষ আমানত জমা রাখা “চামারখাই কৃষক সমিতি” আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে

জাহাঙ্গীর আলম,
  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ২৩৩ বার পড়া হয়েছে

জাহাঙ্গীর আলম,

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের চামারখাই গ্রামের ভিক্ষুক মৃত আমেলা বেগমের জীবনের শেষ আমানত ৮০০০০/- (আশি হাজার) টাকা তার নাতির নামে রেখেছিলেন চামারখাই কৃষক সমিতির প্রধান মোঃ আনোয়ার হোসোনের কাছে।

সরেজমিন ঘুরে জানা যায় সমিতির প্রধান মোঃ আনোয়ার হোসেন একজন প্রতারক ও অর্থ লোভী। সাটুরিয়া উপজেলার পূর্ব পাড়তিল্লি গ্রামের বিবাদ আলীর ছেলে মোঃ আনোয়ার হোসেন। তিনি গ্রামের গরীব ও অসহায় মানুষের সাথে মিশে অর্থ লোভ দেখিয়ে ভুয়া নাম দিয়ে চামারখাই কৃষক সমিতি করে গরীব, অসহায় ও ভিক্ষুকদের অর্থ লোভের ফাঁদে ফেলে টাকা আত্মসাৎ করে চলছে।

ভুক্তভোগীরা জানান ভিক্ষুক আমেলা বেগম চামারখাই কৃষক সমিতিতে ৮০০০০/- (আশি হাজার) টাকা রাখিয়া মৃত্যু বরন করেন। ভিক্ষুক আমেলা বেগম মৃত্যুর আগে এলাকাবাসীর কাছে বলে গিয়েছিলেন তার মৃত্যুর পরে মোঃ আনোয়ার হোসেন এর নিকট আমার আমানত ৮০০০০/- (আশি হাজার) টাকা রাখা আছে, সেই টাকা নিয়ে আমার নামে মিলাদ মাহফিল পড়িয়ে দিবে।

ভিক্ষুক আমেলা বেগম মারা গেছেন প্রায় তিন বছর। কিন্তু মোঃ আনোয়ার হোসেন আমানতের টাকা ফেরৎ দিতে তালবাহানা করছে। মৃত্যু আমেলা বেগমের নাতি মোঃ হাবিবুর রহমান এর নামে নানির রেখে যাওয়া আমানতের টাকা ফেরৎ চাইতে গেলে চামারখাই কৃষক সমিতি প্রধান প্রতারক আনোয়ার হোসেন দিনের পর দিন টাকা দেয়ার কথা বলে তালবাহানা করে আসছে।

এলাকাবাসীরা সবাই একত্রে চামারখাই কৃষক সমিতির প্রধান আনোয়ার হোসেন এর নিকট টাকা চাইতে গেলে তিনি নানান কারণ দেখিয়ে চলে যেতে বলেন।

স্থানীয়দের কাছ থেকে খুঁজ নিয়ে আইরমারা গ্রামে গেলে কৃষক মোঃ সাহাব আলী বলেন আনোয়ার হোসেন বেশি লাভের লোভ দেখিয়ে তিন লক্ষ টাকা নেয়।

কিছু দিন পর আমার টাকার প্রয়োজন হলে আনোয়ার হোসেন এর নিকট টাকা চাইলে ৫০হাজার টাকা দিয়ে বলেন বাকী টাকা পরে নিতে, আজ পর্যন্ত ২.৫০/- লক্ষ টাকা দেয়নি।

চামারখাই গ্রামের প্রতিবন্ধী আফজাল হোসেন বলেন, চামারখাই কৃষক সমিতির আনোয়ার হোসেন এর নিকট ২,০০০০০/-(দুই লক্ষ) টাকা আমানত রেখে সেই টাকা খুচরা করে ১,৪০০০০/- (এক লক্ষ চল্লিশ হাজার) টাকা উঠিয়েছি এখনো ৬০০০০/-(ষাট হাজার) টাকা পাওয়ানা। চাইতে গেলে হুমকি ধমকি দেন। প্রতিবন্ধী আফজাল হোসেন বলেন আমরা স্বামী স্ত্রী প্রতিবন্ধী, আমাদের সংসার চালানো কষ্ট হচ্ছে। আমার টাকা রাখার প্রমাণ হিসেবে সব কাগজ পত্র আছে।

এলাকাবাসী বিষয়টি বুঝতে পেড়ে উপায়ন্ত না পেয়ে গত ২৭-০৩-২০২৫ তারিখে মানিকগঞ্জ এসপি অফিসে গিয়ে মোঃ আনোয়ার হোসেনের নামে টাকা আদায়ের লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয় চামারখাই কৃষক সমিতির প্রতারক আনোয়ার হোসেন বলে আমার নামে অভিযোগ দিয়েছে আমি কোর্টে গিয়ে বলবো।

সাটুরিয়া থানার এস আই মোঃ সুলতান বলেন এসপি অফিসের অভিযোগের মাধ্যমে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম তাদের সাথে কথা বলেছি এবং তিন মাসের সময় দেওয়া হয়েছিল তিন মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরেও তারা টাকা দিচ্ছে না এবং একটি অভিযোগের মাধ্যমে আমাদের আর কোন কিছু করার থাকে না।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট