আনোয়ার হোসাইন ,
জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের ছোনটিয়া মোড়ে কুমিল্লায় অপহরণ হওয়া শিশু রাসেলকে উদ্ধার কাজে কুমিল্লার মনোহরগন্জ থানা পুলিশ ও র্যাবের যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার করা হয়।
ঘটনা সূত্রে , কুমিল্লার মনোহরগঞ্জের রাসেল (০৭) নামে এক স্কুল পড়ুয়া শিক্ষার্থী গত ২১-০৬-২০২৫ ইং তারিখ নিখোঁজ হয়। রাসেলের বাবা মনোহরগঞ্জ থানায় অপহরণের মামলা দায়ের করলে, কুমিল্লার পুলিশ সুপার নাসির উদ্দিন এর দিক নির্দেশনায় পুলিশ ও র্যাব এর যৌথ অভিযান শুরু হয়। অপহরণকারীরা বিভিন্ন সময় রাসেলকে মেরে ফেলার হুমকি দিয়ে মুঠোফোনের মাধ্যমে ১৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে তার ফ্যামিলির কাছে। সেই মুঠোফোনের নাম্বার ধরে পুলিশ ও র্যাব তথ্যপ্রযুক্তির মাধ্যমে সনাক্ত করে নিশ্চিত হয় যে তারা জামালপুরে অবস্থান করছেন। সেই সূত্র ধরে ২৮.০৬.২০২৫ ইং তারিখ রাত্রি আনুমানিক ৮ ঘটিকায় ছোনটিয়া মোড়ে রাস্তায় চলাচলের সময় রাসেলকে উদ্ধার করে। এসময় অপহরণকারী দুই জনকে আটক করা হয়। আটকৃত অপহরণকারীরা হলো মনোহরগঞ্জ থানার (১) ইমরান হোসেন, পিতা দুলাল মিয়া ও জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের গান্ধাইল গ্রামের (২) মোঃ সোহেল মিয়া, পিতা মৃত. ইসমাইল হোসেন।
উক্ত উদ্ধার অভিযান পরিচালনায় ছিলেন, মনোহরগঞ্জ থানার এস আই বশির আহম্মেদ, এসআই মাসুদ, এস আই ওয়াদুদ, এস আই মোশারফ, এস আই জালাল উদ্দিন, এস আই শফিক, এ এস আই সুফিয়ানসহ জামালপুর সদর উপজেলার নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মফিজুল ইসলাম ও বিট পুলিশং অফিসার এস আই গোপাল বাবু সকলে মিলিতভাবে চেষ্টা চালিয়ে অভিযানটি সম্পন্ন করে আসামিদের জামালপুর সদর থানায় প্রেরণ করা হয়।