1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৫:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিনের শুভেচ্ছা কেন্দ্রীয় ছাত্রদল এর ছাত্রসমাবেশ সফল করার লক্ষে ঢাকার উদ্দেশ্যে জলঢাকা উপজেলা ও পৌর ছাত্রদল জলঢাকা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ৫ আগস্ট বিজয় মিছিলে হাজারো মানুষের ঢল অভয়নগরে বহিষ্কৃত বিএনপি নেতা জনি সহযোগীসহ আটক যশোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজে নাহিদা আকতার জাহেদী মেধাবৃত্তি প্রদান তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন জলঢাকা উপজেলা বিএনপি সাবেক সভাপতি, কমেট চৌধুরী নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে বড়ঘোপ ইউপি চেয়ারম্যান মেয়াদ বাড়ল মেহেরপুরের কৃতিসন্তান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের টঙ্গীবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত কক্সবাজার পৌরসভা প্রশাসক দায়িত্ব ছাড়লেন রুবাইয়া আফরোজ বুঝে নিয়েছে নিজাম উদ্দীন আহমেদ

কাঁটা দিয়ে বসত বাড়ির রাস্তা বন্ধ করে রেখেছে ভূমিদস্যুরা

শহিদুল ইসলাম, প্রভাতী বাংলাদেশ 
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৬৬ বার পড়া হয়েছে

শহিদুল ইসলাম, প্রভাতী বাংলাদেশ 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ৩নং দাইপুখুরিয় ইউনিয়নের, মিয়াপুর গ্রামের মোঃ সেরাজুল ইসলাম এর বসত বাড়ির রাস্তা দীর্ঘদিন যাবত ধরে বন্ধ করে রেখেছেন, একই গ্রামের নুরুল ইসলাম এর লোকজন।

ভূক্তভগি:- সেরাজুল ইসলাম বলেন, আমার মায়ের ওয়ারিশান সূত্রে পাওয়া জামির উপর দিয়ে আমি ও আমার পারিবারের লোক জন চলাফেরা করতাম, সেই রাস্তা টুকু বেআইনি ভাবে অনধিকার প্রবেশ করে বাঁশ কাঠ ও কাঁটা দিয়ে বন্ধ করা কালে আমি বাধা দিতে গেলে আমাকে প্রাণ নাশের হুমকি দেয়। বিগত দিনে আমি বহুবার শিবগঞ্জ থানা পুলিশের আশ্রয় নেয়েছি তাঁতেও কোনো ধরনের প্রতিকার হয়নি।

মোঃ নুরুল ইসলাম সাথে যোগাযোগ করা হলে, তিনি এই বিষয়ে কোনো কথা বলতে চাননি এবং বলেন এই বিষয়ে কোনো কথা হবে না।

৩ নং দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড এর ইউপি সদস্য, মোঃ মাইনুল ইসলাম বলেন, বিষয় টা বিগত দিনে শিবগঞ্জ থানায় কর্মরত ছিলেন এস আই নূরুন্নবী সহ অনেক পুলিশের এ এসআই, এস আই পরিদর্শন করেছেন, তবু ও ভুক্তভোগীর কোনো প্রতিকার পাননি, এই জমিতে তাদের কোনো অস্তিত্ব নেই, এরা সমাজ ও আইন বহির্ভূত আচরণ করে এরা সংখ্যায় বেশি কিছু দূষ্ট প্রকৃতীর লোক।

গ্রাম এর স্থায়ী বাসিন্দা মোঃ হাবিবুর রহমান, ভীত কন্ঠে বলেন, অনেক সমাজ বসতে দেখেছি রাস্তা ছাড়ে না, সমাজের লোকের আর কি বলার থাকে কিছু করতে গেলে লাঠি সোটা নিয়ে বেরিয়ে আসে ।

স্থানীয় লোকাল ভূমি সার্ভেয়ার, মোঃ আকতার হোসেন বলেন, শুধু সেরাজুল ইসলাম নয় নুরুল এর লোকজন দ্বারা পার্শ্ববর্তী প্রতিবন্ধী এনারুল ও নির্যাতনের শিকার বলে জানিয়েছেন।

পরিশেষে ভূক্তভগি, সেরাজুল ইসলাম বলেন, এর আগেও আমার রাস্তা বন্ধ করে রেখেছিলো। এখন পুনরায় এক মাস থেকে আমার বসত বাড়ির সামনে রাস্তা বন্ধ আমাকে অবরুদ্ধ করে রেখেছে। আমি ও আমার পারিবারের লোক জন অন্যের প্রায় ৮/১০ ভিতর দিয়ে ঢুকে চলাফেরা করতে হয় তা আমার পরিবারের সদস্যদের কাছে খুব কষ্টকর। আমি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক ও শিবগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মহোদয় এর নিকট বিশেষ ভাবে অনুরোধ করছি বিষয়টি জরুরি ভাবে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্ৰহন করার জন্য।আমি দেশের সাধারণ খেটে খাওয়া সহজ সরল মানুষ আমার বসত বাড়ির অবরুদ্ধ রাস্তা অবৈধ দখল দ্বার মুক্ত করার জন্য আপনাদের হস্তক্ষেপ কামনা করছি । আপনারাই আমার শেষ আশা ভরসা আপনাদের অফিসে একটা লিখিত অভিযোগ দায়ের করব সেই পরিস্থিতি আমার নেই আমি অত্যন্ত ভীত আতংকের মধ্যে জীবন যাপন করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট