1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিনের শুভেচ্ছা কেন্দ্রীয় ছাত্রদল এর ছাত্রসমাবেশ সফল করার লক্ষে ঢাকার উদ্দেশ্যে জলঢাকা উপজেলা ও পৌর ছাত্রদল জলঢাকা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ৫ আগস্ট বিজয় মিছিলে হাজারো মানুষের ঢল অভয়নগরে বহিষ্কৃত বিএনপি নেতা জনি সহযোগীসহ আটক যশোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজে নাহিদা আকতার জাহেদী মেধাবৃত্তি প্রদান তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন জলঢাকা উপজেলা বিএনপি সাবেক সভাপতি, কমেট চৌধুরী নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে বড়ঘোপ ইউপি চেয়ারম্যান মেয়াদ বাড়ল মেহেরপুরের কৃতিসন্তান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের টঙ্গীবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত কক্সবাজার পৌরসভা প্রশাসক দায়িত্ব ছাড়লেন রুবাইয়া আফরোজ বুঝে নিয়েছে নিজাম উদ্দীন আহমেদ

বানারীপাড়ায় পৌর জামায়াতের উদ্যোগে পরিছন্নতায় ব্যতিক্রমী দৃষ্টান্ত।

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

বানারীপাড়ায় পৌর জামায়াতের উদ্যোগে পরিছন্নতায় ব্যতিক্রমী দৃষ্টান্ত।

 

মোঃ নুরে আলম,বরিশাল জেলা প্রতিনিধি:

 

সেবাধর্মী রাজনীতির এক উজ্জ্বল উদাহরণ স্থাপন করলো বানারীপাড়া পৌর জামায়াতে ইসলামী। ২৬ জুন (বৃহস্পতিবার) পৌর এলাকার ব্যস্ততম সড়কে জনদুর্ভোগ কমাতে এক ব্যতিক্রমী পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেন। ভোগান্তিতে থাকা সাধারণ মানুষের মুখে ফিরে আসে স্বস্তির হাসি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার বন্যা বয়ে যায়।

জনমানবঘন সড়কটি দীর্ঘদিন ধরে পানির লাইন ও ড্রেনেজ সংস্কারের জন্য সাময়িকভাবে বন্ধ থাকায় চলাচলের জন্য ব্যবহৃত বিকল্প সড়কটি মারাত্মকভাবে নোংরা, কর্দমাক্ত ও ময়লায় স্তুপ হয়ে পড়ে। এতে জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসে। সাধারণ মানুষ যখন এমন পরিস্থিতিতে ক্লান্ত ও অসহায়, তখনই এগিয়ে আসে পৌর জামায়াত।

কর্মসূচিতে নেতাকর্মীরা হাতে গ্লাভস, কোদাল, ঝাড়ু ও বস্তা নিয়ে পরিশ্রম করে সড়কটি পরিষ্কার করেন। দলীয় কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং একেবারে মাঠে নেমে জনগণের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগকে জনসাধারণ হৃদয় থেকে স্বাগত জানায়।

এই কর্মসূচির নেতৃত্ব দেন বানারীপাড়া পৌর জামায়াতের সম্মানিত আমীর কাওসার হোসাইন। সার্বিক সহযোগিতায় ছিলো বানারীপাড়া যুব সেবা টিম ও পৌরসভা।

উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মোকাম্মেল হোসাইন মোজাম্মেল, পৌর সেক্রেটারি মোঃ ফাইজুল হক, বায়তুল মাল সম্পাদক মো. জুয়েল মল্লিক, উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি হাসিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুর রহমান ও তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান
এছাড়াও আরও অনেক দায়িত্বশীল ও কর্মী এই মহতী কাজে অংশগ্রহণ করেন।

এই কর্মসূচি শুধু পরিচ্ছন্নতা অভিযান নয়, এটি ছিল এক সামাজিক বার্তা—“জনগণের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি।”
প্রতিদিনের কাদা, গন্ধ ও ময়লার মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে বিরক্ত ও হতাশ পথচারীরা আজ প্রশান্তির শ্বাস ফেলেছেন। অনেকেই থেমে থেকে এই প্রচেষ্টাকে বাহবা জানিয়েছেন। এক বৃদ্ধ পথচারী বলেন,

অনেক সংগঠন আছে, অনেক নেতাও দেখি—কিন্তু কাজ করতে দেখি না। জামায়াত যেভাবে রাস্তায় নেমে কাজ করছে, সত্যিই প্রশংসার যোগ্য।

এই ধরনের উদ্যোগের মধ্য দিয়ে জনগণের আস্থা, ভালোবাসা ও সম্মান অর্জন করেছে বানারীপাড়া পৌর জামায়াত। একইসাথে, সমাজের অন্যান্য সংগঠন ও নেতৃত্বদের জন্য রেখে গেছে অনুকরণীয় এক উদাহরণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট