1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ১২:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
আল্লামা সাঈদীর ২য় মৃত্যুবার্ষিকী: স্মৃতিতে অম্লান মুফাসসিরে কোরআন ভোলা জেলার ডিবি পুলিশের অভিযানেঃ- ১০০ (একশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন আটক সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের ত্রাণ বিতরণ ও আলোচনা সভা উলিপুরে দুর্যোগ-দুর্ভোগে অসহায় মানুষের আশ্রয়স্থল আব্দুস সোবহান। সাতক্ষীরার তালায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৭ ফার্মেসীতে ১৬ হাজার টাকা জ,রি,মা,না। হরিপুরে গলায় ফাঁ,স দিয়ে এক ব্যক্তি আ,ত্ম,হত্য চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের উদ্যোগে জুলাই আন্দোলন ও ফেনী বন্যায় মানবসেবী স্বেচ্ছাসেবকদের সম্মাননা প্রদান কালকিনিতে মানবপাচার মা,মলা,সহ ১০টি মা,ম,লার আ,সা,মী গ্রে,ফ,তার ভারত-পাকিস্তান সীমান্তে নতুন করে যুদ্ধের উত্তেজনা, পাল্টাপাল্টি হুঁশিয়ারি রাকসু নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

নাজিরপুরের পোস্ট অফিসে ঢুকতে হলে পার হতে হয় হাটু সমান পানি।

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

নাজিরপুরের পোস্ট অফিসে ঢুকতে হলে পার হতে হয় হাটু সমান পানি।

মোঃ আরিফুল ইসলাম (মিল্টন)

নাজিরপুর উপজেলা প্রতিনিধি (পিরোজপুর )

নাজিরপুরের পোস্ট অফিসের রাস্তা দিয়ে যেতে হলে হাঁটুর সমান পানি ঝাঁপিয়ে তারপর পোস্ট অফিসে যেতে হয় ,একপাশে পুরাতন ভুমি অফিসের ভাঙ্গা বিল্ডিং আর আরেকপাশে গাছপালা,  মাঝখান থেকে চলে গেছে একটি পিচ ঢালাই রাস্তা। দেখে বোঝার উপায় নেই এটি রাস্তা নাকি সরু খাল। কারন বছরের প্রায় পুরোটা সময়ই এটি পানিতে নিমজ্জিত থাকে। এটি হচ্ছে নাজিরপুর উপজেলা পোস্ট অফিসে যাতায়াতের একমাত্র রাস্তা।পোস্ট অফিস সাধারণ মানুষের কাছে এখনো অনেক জনপ্রিয় একটা সেবা প্রতিষ্ঠান। এখানে কম টাকায় ডকুমেন্ট, পার্সেল পাঠানো যায় এছাড়া এখানে রয়েছে বিভিন্ন সঞ্চয় স্কিম, যেমন সেভিংস  এ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, মান্থলি ইনকাম স্কিল ইত্যাদি। এছাড়া কম খরচে দ্রুত টাকা পাঠাতে অনেকেই পোস্ট অফিসের ইলেকট্রনিক মানি ট্রান্সফার সার্ভিস (ই,এম,টি,এস) পছন্দ করেন।রবিবার (২২ জুন) সরেজমিন গিয়ে সেবা নিতে আসা স্থানীয় গৃহিণী লাইলী বেগমের সাথে কথা হলে তিনি জানান, ছেলে ঢাকায় লেখাপড়া করে তাকে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট পাঠাতে  এসেছি। হাটুপানির ভিতর থেকে অনেক কষ্টে  এসেছি কারন খরচ কম ও জি,ই পি করলে গ্যারান্টেড পোস্ট হওয়ায় মিসিং হওয়ার ঝুঁকি নেই। সেভিংস এ্যাকাউন্টে টাকা জমা করতে আসা আরেকজন অবসরপ্রাপ্ত শিক্ষক আবু হানিফ জানান, প্রতিমাসে টাকা জমা করার জন্য আসতে হয়।এখানে ঝামেলা কম লাইনে দাঁড়াতে হয়না তাই এখানে সেভিংস এ্যাকাউন্ট করেছি। কিন্তু রাস্তার যে অবস্থা তাতে অনেক কষ্ট করে হাটু পানির ভিতর দিয়ে আসতে হয়।উপজেলা পোস্ট মাস্টার মো: হাবিবুর রহমান মহাজনকে এই প্রতিনিধি জিজ্ঞেস করলে তিনি বলেন যে , দেড় বছর যাবত এখানে কর্মরত আছি। আমি এখানে যোগদানের আরও অনেক আগে থেকেই এই রাস্তাটি বছরের প্রায় পুরোটা সময় জুড়ে পানিতে নিমজ্জিত থাকে। এখানে সেবা নিতে আসা লোকদের ভোগান্তি পোহাতে হয়।পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এই সমস্যা।
কয়েকবার এল,জি,ই,ডি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে জানানো হলে তারা মৌখিক আশ্বাস দিয়েছেন। কিন্তু কার্যকরী কোন পদক্ষেপ এখনো নেয়া হয়নি। এ দিকে নাজিরপুর উপজেলার এল,জি ই ডি’র উপ সহকারী প্রকৌশলী মো: আব্দুল গাফফার জানান, বিষয়টি উপজেলার সমন্বয় মিটিংয়ে কয়েকবার আলোচনা হয়েছে।  উপজেলা পরিষদ প্রকল্প অনুমোদন করলে আমরা সেটা বাস্তবায়ন করতে পারি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট