1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
আল্লামা সাঈদীর ২য় মৃত্যুবার্ষিকী: স্মৃতিতে অম্লান মুফাসসিরে কোরআন ভোলা জেলার ডিবি পুলিশের অভিযানেঃ- ১০০ (একশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন আটক সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের ত্রাণ বিতরণ ও আলোচনা সভা উলিপুরে দুর্যোগ-দুর্ভোগে অসহায় মানুষের আশ্রয়স্থল আব্দুস সোবহান। সাতক্ষীরার তালায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৭ ফার্মেসীতে ১৬ হাজার টাকা জ,রি,মা,না। হরিপুরে গলায় ফাঁ,স দিয়ে এক ব্যক্তি আ,ত্ম,হত্য চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের উদ্যোগে জুলাই আন্দোলন ও ফেনী বন্যায় মানবসেবী স্বেচ্ছাসেবকদের সম্মাননা প্রদান কালকিনিতে মানবপাচার মা,মলা,সহ ১০টি মা,ম,লার আ,সা,মী গ্রে,ফ,তার ভারত-পাকিস্তান সীমান্তে নতুন করে যুদ্ধের উত্তেজনা, পাল্টাপাল্টি হুঁশিয়ারি রাকসু নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

প্রজা ছাড়া রাজার কোনও মূল্য নেই — জনমানুষের প্রত্যাশা ও বাস্তবতা

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: শুক্রবার, ২০ জুন, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

প্রজা ছাড়া রাজার কোনও মূল্য নেই — জনমানুষের প্রত্যাশা ও বাস্তবতা

✍️ মোঃ দোয়েল আহম্মেদ
বাগমারা উপজেলা প্রতিনিধি

ভালোবাসা একজন মানুষ। যার ব্যক্তিত্ব, আচার-আচরণ ও নেতৃত্বের গুণে এলাকার মানুষ তাকে শ্রদ্ধা করে, ভালবাসে। সাধারণ জনগণের সুখ-দুঃখের সাথেই তার জীবনের পথচলা। তিনি যেন এক আস্থার প্রতীক — এক সুশাসনের প্রতিচ্ছবি।

কিন্তু দুঃখজনক হলেও সত্য, তার কাছের মানুষ, অর্থাৎ তার ছোট ভাই, সম্পূর্ণ বিপরীত চরিত্রের। এলাকার ছেলে-পেলেদের সাথে তার দূরত্ব তৈরি হয়েছে বহু আগেই। তিনি নিজের স্বার্থেই বেশি চিন্তিত, আর এই আত্মকেন্দ্রিকতা থেকেই সে নিজের ইচ্ছামতো চলাফেরা করতে চায়, সকলকে নিয়ন্ত্রণ করতে চায়। অথচ সমাজে যারাই নেতৃত্বের আসনে বসে, তাদের উচিত মানুষের কথা শোনা, তাদের ভালো-মন্দ বোঝা।

এই ছোট ভাইয়ের কর্মকাণ্ড এলাকার তরুণদের মনে বিরূপ প্রভাব ফেলেছে। তারা প্রশ্ন তুলছে— “যাকে আমরা ভালোবাসি, যার পাশে থাকতে চাই, তার আশপাশে এমন একজন থাকলে আমরা কিভাবে আস্থা রাখব?” এমন পরিস্থিতিতে প্রাসঙ্গিক হয়ে ওঠে একটি প্রবাদ— “প্রজা না থাকলে রাজার কোন মূল্য নেই।”

একজন ভালো মানুষের চারপাশে যদি এমন মানুষ থাকে যারা জনমানুষের মনজয় করতে ব্যর্থ, বা মানুষকে সম্মান না করে শুধুই নিজের ফায়দা লুটে নিতে চায়, তাহলে সেই ভালো মানুষটির জনপ্রিয়তা এবং অবস্থানও ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হতে পারে। রাজা যেমন কেবল সিংহাসনে বসেই রাজা নন, তিনি রাজা তখনই, যখন তার প্রজারা তাকে ভালোবাসে, সম্মান করে, এবং তার নেতৃত্বে নিরাপদ বোধ করে।

জনগণের ভালোবাসা ও সমর্থন পাওয়া যেমন কঠিন, তা টিকিয়ে রাখা আরও কঠিন। আর সেই চ্যালেঞ্জ তখনই আরও বড় হয়ে ওঠে, যখন নিজের কাছের কেউ এই ভালোবাসাকে আঘাত করতে থাকে।

এখন সময় এসেছে— সকল নেতৃস্থানীয় ব্যক্তিকে বুঝতে হবে, জনগণই রাজনীতির প্রাণ। আর তাদের ইচ্ছা-অনিচ্ছা, সম্মান-অসম্মান, এসবের উপর দাঁড়িয়ে থাকে নেতৃত্বের ভিত্তি। তাই ব্যক্তিগত স্বার্থ না দেখে, সকলের কল্যাণে কাজ করাই হোক আমাদের অঙ্গীকার।

শেষ কথা:
ভালোবাসা শুধু এক ব্যক্তিকে ঘিরে নয়, তার আশপাশের মানুষের আচার-আচরণও সেই ভালোবাসাকে প্রভাবিত করে। তাই বলতেই হয় — “প্রজা ছাড়া, রাজার কোনও মূল্য নেই।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট