মাসুদ মর্তুজা, কুষ্টিয়া প্রতিনিধি, দৈনিক প্রভাতী বাংলাদেশ
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া শহর শাখার উদ্যোগে ভিন্ন ধর্মালম্বী নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) কুষ্টিয়া শহরের ধোঁয়া রেস্তোরাঁয় আয়োজিত এ সভায় আন্তধর্মীয় সম্প্রীতি, শান্তি, সহাবস্থান ও সামাজিক উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য, কুষ্টিয়া জেলা শাখার সাবেক আমীর ও কুষ্টিয়া-যশোর অঞ্চলের টিম সদস্য খন্দকার একেএম আলী মুহসিন।
সভায় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম, জেলা সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দার এবং কুষ্টিয়া সদর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী মুফতি আমির হামজা।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া শহর জামায়াতের আমীর জনাব এনামুল হক এবং সঞ্চালনায় ছিলেন শহর শাখার সেক্রেটারি জনাব শামীম শাহরিয়ার।
সভায় কুষ্টিয়া শহরের বিভিন্ন স্থান থেকে আগত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। ভিন্ন ধর্মালম্বী অতিথিরা বলেন, দেশে শান্তিপূর্ণ সহাবস্থান রক্ষায় এমন উদ্যোগ প্রশংসনীয়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও জামায়াত এমন আন্তধর্মীয় সম্পর্ক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
জামায়াত নেতৃবৃন্দ জানান, ইসলাম শান্তি ও ন্যায়ের ধর্ম। সকল ধর্মাবলম্বীর নিরাপত্তা, সম্মান এবং মৌলিক অধিকার নিশ্চিত করা ইসলামী রাষ্ট্রব্যবস্থার অন্যতম অঙ্গীকার। তারা বলেন, যদি দেশ পরিচালনার দায়িত্ব আল্লাহ তায়ালা তাদের ওপর অর্পণ করেন, তবে সকল নাগরিকের জান-মালের নিরাপত্তা এবং ন্যায্য সুযোগ-সুবিধা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর।