1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৮:০০ অপরাহ্ন
সর্বশেষ :
আল্লামা সাঈদীর ২য় মৃত্যুবার্ষিকী: স্মৃতিতে অম্লান মুফাসসিরে কোরআন ভোলা জেলার ডিবি পুলিশের অভিযানেঃ- ১০০ (একশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন আটক সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের ত্রাণ বিতরণ ও আলোচনা সভা উলিপুরে দুর্যোগ-দুর্ভোগে অসহায় মানুষের আশ্রয়স্থল আব্দুস সোবহান। সাতক্ষীরার তালায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৭ ফার্মেসীতে ১৬ হাজার টাকা জ,রি,মা,না। হরিপুরে গলায় ফাঁ,স দিয়ে এক ব্যক্তি আ,ত্ম,হত্য চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের উদ্যোগে জুলাই আন্দোলন ও ফেনী বন্যায় মানবসেবী স্বেচ্ছাসেবকদের সম্মাননা প্রদান কালকিনিতে মানবপাচার মা,মলা,সহ ১০টি মা,ম,লার আ,সা,মী গ্রে,ফ,তার ভারত-পাকিস্তান সীমান্তে নতুন করে যুদ্ধের উত্তেজনা, পাল্টাপাল্টি হুঁশিয়ারি রাকসু নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

শ্যামনগর লোকালয় থেকে দুইজন বনদস্যু আ*টক ও অস্ত্র উ*দ্ধার ।

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

 

আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের শ্যামনগরের লোকালয় থেকে দুই বনদস্যুকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আটক দুই বনদস্যুর দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের ব্যবহৃত নৌকা থেকে একটি একনলা বন্দুক ও একটি দা উদ্ধার করা হয়। সোমবার (১৬ জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুন্দরবন সংলগ্ন যতীন্দ্রনগর ও মীরগাং এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক দুই বনদস্যু হলেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগর এলাকার মৃত নওশাদ গাজীর ছেলে নজির গাজী (৫৫) ও খুলনা জেলার কয়রা উপজেলার বৈকারী এলাকার শফিকুল ইসলামের ছেলে দিদারুল ইসলাম (৩৮)।
স্থানীয় আকবর আলী, সিদ্দিক হোসেন ও ইসমাইল হোসেন জানান, সোমবার (১৬ জুন) রাতে অপরিচিত পাঁচ থেকে সাত জন সুন্দরবন তীরবর্তী যতীন্দ্রনগর বাজারে আসে। এসময় নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য এসব ব্যক্তি মাইক্রো বা ভাড়ায় চালিত মোটরসাইকেলের সন্ধান করতে থাকে। একপর্যায়ে স্থানীয়দের সন্দেহ হলে নাম-পরিচয়সহ সুন্দরবন এলাকায় আসার কারণ জানতে চাইলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় যতীন্দ্রনগর বাজারে উপস্থিত লোকজন ধাওয়া করে দিদারুলকে আটকের পর পুলিশে খবর দেয়।
পরবর্তীতে শ্যামনগর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দিদারুলকে থানায় নিয়ে যায়। পরে মীরগাং এলাকা থেকে অপর বনদস্যু নজিরকে আটক করে স্থানীয়রা। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই চক্রের ব্যবহৃত মাছ শিকারের নৌকা থেকে একটি একনলা বন্দুক ও একটি দা উদ্ধার করা হয়।
আটক নজির গাজীর ভাষ্য, তিনি সুন্দরবনের কুখ্যাত বনদস্যু জোনাব বাহিনীর সদস্যদের লোকালয়ে তুলে দেওয়া এবং সুন্দরবনে নামিয়ে দেওয়ার কাজ করেন। সোমবার ১০ হাজার টাকার চুক্তিতে জোনাব বাহিনীর দুই সদস্যকে যতীন্দ্রনগর বাজার পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্বে ছিলেন।
আটক অপর বনদস্যু দিদারুল জানান, তিনি নজির গাজীর শ্রমিক হিসেবে সুন্দরবনে যাওয়া জেলেদের জিম্মি করাসহ মুক্তিপণ আদায়ের কাজ করেন।
এদিকে, ইসমাইল হোসেন, মোস্তাফিজুর রহমান ও শরিফ হোসেনসহ একাধিক ব্যক্তি জানান, জোনাব বাহিনী এখন সুন্দরবনে খুব বেশী তৎপর নয়। বরং নজির ও তার ছেলে আব্দুর রহিম, দিদারুলসহ মুন্সিগঞ্জ এলাকার কয়েকজনকে নিয়ে জোনাবের নামে সুন্দরবনে দস্যুতা করে আসছে তারা। পরিবহন ব্যবসার সাথে জড়িত মুন্সিগঞ্জের এক ব্যক্তির নৌকার জেলে হিসেবে দিদারুল সুন্দরবনে প্রবেশ করে বলেও তাদের দাবি।
তারা আরও জানান, প্রায় প্রতিটি জেলের নৌকা একাধিকবার জলদস্যুদের কবলে পড়লেও অজ্ঞাত কারণে ওই পরিবহন ব্যবসায়ীর কোন নৌকা থেকে জেলে উঠিয়ে নেওয়ার ঘটনা কখনো শোনা যায়নি।
এ ব্যাপারে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির মোল্যা জানান, আটককৃত বনদস্যুদের জিজ্ঞাসাবাদ চলছে। তারা মাছ শিকারীর ছদ্মবেশে সুন্দরবনে প্রবেশ করতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট