1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৫:০১ অপরাহ্ন
সর্বশেষ :
শান্তিগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সহ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিয়েছেন মুন্সীগঞ্জের যুবক ময়মনসিংহের গফরগাঁওয়ে বাতেনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় মুন্সীগঞ্জে পদ্মায় স্রোতের তীব্রতা কমছে না, ভাঙছে দিঘিরপাড়, রাখিকান্দি ও শম্ভুহালদারকান্দি লোহাগাড়ায় সড়ক দু,র্ঘ,ট,নায় এক ব্যক্তির ম,র্মাহ ত অবস্থা সা,জা,প্রাপ্ত আ,সামি আ,বুল উজ্জ্বল ২৮ বছর পর পুলিশের হাতে গ্রে,ফ,তার বগুড়ায় ঘুমন্ত যুবককে তুলে নিয়ে দু,র্বৃ,ত্ত,দের ছু,রি,কাঘাতে হ,,ত্যা গফরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত পেটের ক্ষুধায় নন-এমপিও শিক্ষকদের মৃ,,ত্যু — বেতনপ্রাপ্তদের নিয়েই ব্যস্ত কর্তৃপক্ষ সেবার ব্রতে চাকরি”এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ জুন-

টঙ্গীর গানের আসর ঘিরে রহস্যজনক নিখোঁজ ।

সাকিল আল ফারুকী
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৩৭ বার পড়া হয়েছে

সাকিল আল ফারুকী

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব আরিচপুর এলাকার তুরাগ নদীর পাড় ঘিরে প্রতিদিন রাতে বসে কথিত “গানের আসর”। স্থানীয়দের ভাষায়, এইসব আসরে প্রতি রাতেই চলে গান এই গানকে কেন্দ্র করে কিছু লোক ফায়দা লুটছে জমে উঠেছে মাদক, উচ্ছৃঙ্খলতা ও অপরাধের আসর। আর এইসবের মাঝেই ৯ জুন ভোরে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে মোঃ নাসির (১৭) নামের এক বাকপ্রতিবন্ধী কিশোর।

নাসিরের পরিবার জানায়, সে প্রতিদিনের মতো সেদিন রাতেও গান শুনতে বের হয় এবং আর ফিরে আসেনি। ভোর ৫টা ১৮ মিনিটে তুরাগ নদীর পাড়ের একটি সিসিটিভি ফুটেজে নাসিরকে একা হাঁটতে দেখা যায়। তার কিছুক্ষণ পরেই আরও দুই যুবককে ওই পথে নাসিরের পিছু হেঁটে যেতে দেখা যায়। এরপরই ভিডিওতে নাসিরের কান্নার আওয়াজ শোনা যায়—কিছুক্ষণের মধ্যেই সেই কান্না থেমে যায়। ওই দুই যুবক পরে ফিরে এসে সাদা বস্তা জাতীয় কিছু হাতে নিয়ে আবার সেই দিকে চলে যায় যেদিকে কান্নার আওয়াজ এসেছিল।

নিখোঁজ নাসির মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাহাদুরপুর গ্রামের মোঃ হানিফ (৭৫) এর ছেলে। পরিবারটি দীর্ঘদিন ধরে টঙ্গী পূর্ব আরিচপুর বউবাজার এলাকায় ভাড়া থাকেন। নাসিরের বাবা টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানিয়েছে।

এদিকে, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, গাজীপুর মহানগরের তুরাগ বাজার, আরিচপুর, তারগাছ, বড়বাড়ি, জয়বাংলা রোড,মাজার বস্তি, হুন্ডা রোডসহ আশপাশের বিভিন্ন এলাকায় নিয়মিত বাউল গানের আসর সেই গানকে কেন্দ্র করে কিছু সংখ্যক অসাধু লোক ফায়দা লুটছে বিভিন্ন গানের আসরের আসেপাশেই চলে মাদক, ছিনতাই ও চোরাকারবার।
গানের আসরে আসেন বড় বড় দাদাভাই চলছে বান্ডিলে বান্ডিল, টাকার ছোড়াছুড়ির খেলা, পরকীয়া মানহানি অশালীন নাচসহ নানা অপরাধের আখড়া তৈরি হয়েছে এইসব আসর ঘিরে।
তাদের দাবি, এসব বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ জরুরি।

নাসিরের রহস্যজনক নিখোঁজ ও এসব অপরাধমূলক কর্মকাণ্ডের মধ্যে সম্ভাব্য যোগসূত্র খতিয়ে দেখার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট