1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের উদ্যোগে জুলাই আন্দোলন ও ফেনী বন্যায় মানবসেবী স্বেচ্ছাসেবকদের সম্মাননা প্রদান কালকিনিতে মানবপাচার মা,মলা,সহ ১০টি মা,ম,লার আ,সা,মী গ্রে,ফ,তার ভারত-পাকিস্তান সীমান্তে নতুন করে যুদ্ধের উত্তেজনা, পাল্টাপাল্টি হুঁশিয়ারি রাকসু নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা খালেদা জিয়ার ৮০তম জন্মদিনে দেশব্যাপী মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচি ঘোষণা ছাত্রদলের ঠাকুরগায় ভয়াবহ সড়ক দু,র্ঘ,ট,না ,, রৌমারীতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অ,ভিযা,নে আ,সা,মী ও ১০ কেজি গাঁ,জা,সহ আ,ট,ক ১ শান্তিগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সহ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিয়েছেন মুন্সীগঞ্জের যুবক ময়মনসিংহের গফরগাঁওয়ে বাতেনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়

বড়াইগ্রামে গভীর নলকূপ স্থাপনে অনিয়ম-দুর্নীতির বি*রুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে

বড়াইগ্রাম উপজেলা প্রতিনিধি:মো: আজাদুল ইসলাম

নাটোরের বড়াইগ্রাম উপজেলার রামেশ্বরপুর মধ্যপাড়া গ্রামে বিএডিসির গভীর নলকূপ স্থাপন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। একইসাথে, সোশ্যাল মিডিয়া ও ফেসবুকে এ প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদকারী ও এলাকার সম্মানিত ব্যক্তি মোঃ সাব্বির আহমেদ (বিল্লাল মাস্টার)–এর বিরুদ্ধে করা উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

সোমবার বিকালে বিল্লাল মাস্টারের নিজ বাড়িতে আয়োজিত প্রতিবাদ সভায় এই অভিযোগ ও ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মোঃ কোভিদ উদ্দিন (৬৩), মোঃ খালেদুল মাসুদ (২২), মোঃ রেজাউল করিম (৪৫) সহ আরও অনেকেই।

বক্তারা বলেন, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রথম থেকেই অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ রয়েছে। প্রকৃত কৃষকদের বাদ দিয়ে বিশেষ মহলকে সুবিধা দিতে প্রকল্পটি পরিচালিত হয়েছে। আর এই অনিয়মের প্রতিবাদ করায় এখন মিথ্যা অভিযোগ ও ফেসবুক পোস্টের মাধ্যমে সম্মানহানি করা হচ্ছে।

তারা আরও অভিযোগ করেন, অভিযুক্ত একটি চক্র—যার মধ্যে রয়েছেন মোঃ জুয়েল হোসেন (২৬), মোঃ আবদুল সালাম (৪০) ও মোহাম্মদ (৫০)—তারা পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর প্রতিবেদন ও ফেসবুক অপপ্রচারের মাধ্যমে প্রকৃত অভিযোগকারীদের হয়রানি করছেন।

বিল্লাল মাস্টার বলেন, “আমি এলাকার কৃষকদের কথা বলেছি, অনিয়মের বিরুদ্ধে দাঁড়িয়েছি। সেটাই আমার অপরাধ। এখন আমার নামে মিথ্যা প্রচার চালিয়ে সমাজে আমাকে হেয় করার চেষ্টা চলছে। আমি চাই এর সুষ্ঠু তদন্ত হোক এবং দোষীদের বিচার হোক।”

এলাকাবাসী প্রশাসনের প্রতি আহ্বান জানান, প্রকল্পটির সুষ্ঠু তদন্ত এবং যারা মিথ্যা মামলা ও অপপ্রচার চালাচ্ছেন, তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট