1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৯:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
আল্লামা সাঈদীর ২য় মৃত্যুবার্ষিকী: স্মৃতিতে অম্লান মুফাসসিরে কোরআন ভোলা জেলার ডিবি পুলিশের অভিযানেঃ- ১০০ (একশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন আটক সবার জন্য প্রত্যাশা সামাজিক সংগঠনের ত্রাণ বিতরণ ও আলোচনা সভা উলিপুরে দুর্যোগ-দুর্ভোগে অসহায় মানুষের আশ্রয়স্থল আব্দুস সোবহান। সাতক্ষীরার তালায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৭ ফার্মেসীতে ১৬ হাজার টাকা জ,রি,মা,না। হরিপুরে গলায় ফাঁ,স দিয়ে এক ব্যক্তি আ,ত্ম,হত্য চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের উদ্যোগে জুলাই আন্দোলন ও ফেনী বন্যায় মানবসেবী স্বেচ্ছাসেবকদের সম্মাননা প্রদান কালকিনিতে মানবপাচার মা,মলা,সহ ১০টি মা,ম,লার আ,সা,মী গ্রে,ফ,তার ভারত-পাকিস্তান সীমান্তে নতুন করে যুদ্ধের উত্তেজনা, পাল্টাপাল্টি হুঁশিয়ারি রাকসু নির্বাচন উপলক্ষ্যে নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

আমের রাজধানী নওগাঁর সাপাহারে আমের সরবরাহ বেড়েছে দাম দাম না পেয়ে হতাশ আম চাষীরা

দৈনিক প্রভাতী বাংলাদেশ
  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

আমের রাজধানী নওগাঁর সাপাহারে আমের সরবরাহ বেড়েছে দাম দাম না পেয়ে হতাশ আম চাষীরা

সাজেদুর রহমান স্টাফ রিপোর্টার

আমের রাজধানী নওগাঁর সাপাহারে আমের সরবরাহ বেড়েছে আমের ন্যায্য দাম না পেয়ে হতাশ আম চাষীরা। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছেন বেপারী, পাইকার এবং ব্যবসায়ীরা। বর্তমানে বাজারে হিমসাগর, ল্যাংড়া, নাক ফজলি, ব্যানানা ম্যাংগো এবং এই অঞ্চলের সবচেয়ে বেশি উৎপাদিত আম আম্রপালি বাজারে বিক্রি হচ্ছে।

যদিও জেলা প্রশাসন এবং কৃষি অধিদপ্তরের সময়সূচি অনুযায়ী আগামী ১৮ জুন থেকে বাজারে আসার কথা ছিল আম্রপালির। আবহাওয়া জনিত কারণে ফলন কম হওয়ায় এবং তীব্র গরমে আগেই আম পরিপক্ব হয়েছে বলে দাবি চাষিদের। প্রশাসনের পক্ষ থেকে কেজিতে আম ক্রয়-বিক্রয়ের নির্দেশনা দেওয়া হলেও মানা হচ্ছে না সেই নির্দেশনা। ৫২ কেজিতে নেওয়া হচ্ছে এক মণ। দাম এবং বাজার ব্যবস্থাপনা নিয়েও ক্রেতা এবং বিক্রেতাদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

রোববার (১৫ জুন) নওগাঁর সাপাহার আমের হাট ঘুরে দেখা যায়, সাপাহার জিরো পয়েন্ট এলাকা থেকে শুরু করে সাপাহার-নজিপুর আঞ্চলিক সড়কের গোডাউনপাড়া মোড় পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে সড়কের দুই পাশে বসেছে আমের হাট। ভোরের আলো ফোটার পর থেকে দিনব্যাপী কেনাবেচা চলে এই হাটে। ভোরের আলো ফোটার আগে থেকে চাষিরা ভ্যান, ভটভটি এবং অটোরিকশায় ক্যারেট সাজিয়ে বিক্রির উদ্দেশ্যে বাজারে নিয়ে আসছেন বিভিন্ন জাতের আম। ক্রেতারাও করছেন দরদাম। ব্যবসায়ী এবং পাইকাররা সিন্ডিকেট করে প্রশাসন থেকে কেজিতে আমি ক্রয় করতে বললেও ৫২ কেজিতে ১ মণ হিসেবে ক্রয় করছেন বলে অভিযোগ আম চাষিদের। ঢাকা, চট্টগ্রামসহ দেশের বড় বড় শহরে এখন আমের চাহিদা নেই বলে বাজার কিছুটা দাম কম এবং লোকসানের মুখে আছেন বলে দাবি পাইকার, বেপারী এবং ব্যবসায়ীদের।

রোববার সাপাহার আমের হাটে প্রতি মণ হিমসাগর ১২০০-১৬০০ টাকা, ল্যাংড়া ৮০০-১৫০০ টাকা, নাক ফজলি ১২০০-১৫০০টাকা, ব্যানানা ম্যাংগো ২৮০০-৩৫০০টাকা, হাড়ি ভাংগা ১৫০০-২৫০০ টাকা এবং আম্রপালি ১৮০০-৩২০০ টাকা মণ দরে বিক্রি হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, জেলায় এ বছর ৩০ হাজার ৩০০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। যা থেকে ৩ লাখ ৮৭ হাজার ২৩৪ টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বাজারে আম বিক্রি করতে আসা বিক্রেতা পত্নীতলা উপজেলা তেপুকুরিয়া গ্রামের আমচাষি মোঃ জুয়েল রানা (ডাবলু )বলেন, অন্যের ২ বিঘা জমি বর্গা নিয়ে আম্রপালি আমের বাগান করেছি। এ বছর আমের দাম অনেক কম। গত বছর যে আম ৪০০০-৪৫০০ টাকায় বিক্রি করেছি সে আম এ বছর ২০০০-২৫০০ টাকায় বিক্রি করতে হচ্ছে । এ দামে আম বিক্রি করে কীটনাশক খরচ ই উঠবে না।

সাপাহার উপজেলার হরিপুর গ্রামে থেকে আম বিক্রি করতে আসা আমচাষি খাইরুল বাসার বলেন, আম বিক্রির আগে প্রশাসন থেকে বলা হয়েছিল কেজিতে আম বিক্রি হবে। কিন্তু বাজারে এসে দেখলাম বিক্রি হচ্ছে মণে, তাও আবার ৫২ কেজিতে এক মণ নেওয়া হচ্ছে। এমনিতেই এ বছর বাগানে আমের ফলন কম সঙ্গে দামও কম। তার ওপর যদি মণ প্রতি ১২-১৩ কেজি বেশি দিতে হয় তাহলে আমরা যাব কোথায়। এখন আমাদের বাগান কেটে ফেলা ছাড়া কোনো উপাই নেই।

চট্টগ্রাম থেকে আম ক্রয় করতে আসা ব্যবসায়ী ফয়সাল বলেন, ৫-৬ বছর ধরে সাপাহারে আম কিনতে আসি। এ বছর মোকামে আমের চাহিদাই নেই। আম কিনতেছি ১০০ ক্যারেট নিচ্ছে ৫০ ক্যারেট৷ আমের চাহিদা না থাকায় বাজারে দাম কিছুটা কম। এ দামে আম কিনেও লোকসানের মুখে পড়তে হচ্ছে।

বাংলাদেশ ফল ভান্ডারের স্বত্বাধিকারী শাকিল হোসেন বলেন, কৃষকদের সঙ্গে আলোচনা করেই ৫২ কেজি নেওয়া হয়। ক্যারেটের সকল আম এক সাইজের হয় না। যার কারণে ব্যবসায়ীরা কৃষকদের সঙ্গে পরামর্শ করে কারও কাছ থেকে ৪৮ আবার কারও কাছ থেকে ৫০ কেজি নিয়ে থাকে। ওজন ৫২ তেই নির্দিষ্ট না।

সাপাহার উপজেলা আম আড়তদার সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক ইমাম হোসেন রিফাত বলেন, এ বছর তুলনামূলক ফলন কম হলেও আমের সাইজ অনেক ভালো হয়েছে। সারাদেশ থেকে ব্যবসায়ী এবং বেপারীরা ইতোমধ্যে আসতে শুরু করেছেন। আশা করা যাচ্ছে এ বছর ৫-৬ হাজার কোটি টাকার আম কেনাবেচা হবে। রাজশাহী বিভাগীয় কমিশনারের নির্দেশনা অনুযায়ী কেজিতে আম ক্রয়ের জন্য ব্যবসায়ীদের বলা হয়েছে। কিন্তু চাঁপাইনবাবগঞ্জ এবং কানসাটের ব্যবসায়ীরা ৫০ থেকে ৫২ কেজিতেই মণ হিসেবে আম ক্রয় করছেন। যার কারণে এ বাজারে আম ক্রয় করতে আসা ব্যবসায়ীরা লোকসানের মুখে পড়ছেন। তাই ওজনের বিষয়টি যদি সারাদেশে একই রকম রাখা হয়, তাহলে ব্যবসায়ীদের সুবিধা হবে। বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট