প্রায় এক (১) একর ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে।
মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি
ফেনী সদর উপজেলা ৯ নং লেমুয়া ইউনিয়ন। ঐতিহ্যবাহী লেমুয়া বাজার এর পাশে ৫ নং ওয়ার্ডে কলিদাস পাহলিয়া নদী গর্ভে বিলুপ্তির পথে প্রায় ১ একর ফসিল জমি। সাথে সওদাগর বাড়ি, লেমুয়া বাজার এর ২৫ টি দোকান ও ঝুঁকিতে আছে। এবারের বর্ষায় ফসিল জমি নদীতে বিলপ্ত হয়ে যাবে।
স্হানীয় সুত্র- জানা যায় পানী উন্নয়ন বোর্ডর লোক এসে দেখে যায় কিন্ত এখন ও কোন পদক্ষেপ নেওয়া হয় নাই।লেমুয়া- বাসীর দাবী অতিদ্রুত যদি ব্লকেড দিয়ে নদী ভাঙ্গণ রোদ কারা না হয় তা হলে লেমুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,লেমুয়া কেন্দ্রীয় জামে মসজিদ, সওদাগর বাড়ি রক্ষা করা যাবে না।যথাযত কৃর্তিপক্ষে দৃষ্টি আকর্ষণ করছি যে,দ্রুত ব্যবস্হা গ্রহন করে নদী ভাঙ্গণ রোদ করে লেমুয়া বাজার ও সওদাগর পাডা রক্ষা করবেন।