1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শনিবার, ১৬ অগাস্ট ২০২৫, ০১:২২ অপরাহ্ন
সর্বশেষ :
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদ্রাসায়-২ শিক্ষার্থীর রহস্যজনক মৃ,,ত্যু। আগামী দিনে ছাত্রশিবিরকে দেশ ও জাতীর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, মাওলানা বোরহান উদ্দিন। মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভাঙা সড়কে ৬ গ্রামের মানুষের দুর্ভোগ জলঢাকা য় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী দোয়া মাহফিল অনুষ্ঠিত গফরগাঁওয়ে পৌরসভা বিএনপির আয়োজনে গনতন্ত্রের  দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল ময়মনসিংহের গফরগাঁও উপজেলার কান্দাপাড়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল ইসলামী ছাত্র মজলিস ফেনী জেলা শাখার উদ্যোগে দুইদিনব্যাপী কর্মশালা কর্মসুচি অনুষ্ঠিত হয় আগামী নির্বাচনের আগে জাতীয় পার্টি সহ আওয়ামী ও আওয়ামী দূসর সকল দলকে নিসিদ্ধ করতে হবে বেগম খালেদা জিয়ার ৮১তম জম্মদিনে সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনায় ফেনী জেলা বিএনপি উদ্যেগে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় সাংবাদিক লুৎফর সিকদারের শুভ জন্মদিন

বামনায় কথিত সাংবাদিক নিজাম উদ্দিনের প্রতারণা ও অপপ্রচারে জনগণের ক্ষোভ

বিশেষ প্রতিবেদন 
  • প্রকাশিত: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদন 

বামনা (বরগুনা), ১১ জুন ২০২৫: বরগুনা জেলার বামনা উপজেলার কথিত সাংবাদিক নিজাম উদ্দিন (৪০) দীর্ঘদিন ধরে বিভিন্ন মিডিয়া প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, নিজাম উদ্দিন নিজেকে কখনো জাতীয় পর্যায়ের সাংবাদিক, কখনো মানবাধিকার কর্মী, আবার কখনো সরকারি সংস্থার সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষ ও রাজনৈতিক ব্যক্তিদের বিভ্রান্ত করে আসছেন।

তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন সময় ভুয়া আইডি কার্ড ব্যবহার করে প্রভাবশালী পরিচয়ে জনসাধারণের কাছ থেকে সুবিধা আদায় করেছেন। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কখনো নিজের পরিচয় গোপন রেখে বিভিন্ন মিডিয়াকে ‘প্রতারক’ বলে প্রচার করেন, আবার কখনো বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক পোস্ট দেন।

স্থানীয় একাধিক রাজনৈতিক নেতাকর্মীর অভিযোগ, নিজাম উদ্দিন উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন দলের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছেন এবং রাজনৈতিকভাবে ব্যক্তিগত স্বার্থ হাসিলের চেষ্টা করছেন। এমনকি পুলিশ প্রশাসনকেও তাঁর অপপ্রচার ও বিভ্রান্তির হাত থেকে রেহাই মেলেনি।

স্থানীয়রা বলছেন, “নিজাম উদ্দিনের কার্যকলাপে পুরো এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হচ্ছে। প্রশাসনের উচিত এই ধরনের প্রতারকের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া।”

এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, “এধরনের অভিযোগ আমরা শুনেছি। নির্দিষ্ট প্রমাণ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের ব্যক্তিরা সমাজ ও গণমাধ্যমের জন্য হুমকি স্বরূপ। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন, যাতে ভুয়া পরিচয়ে প্রতারণা ও সামাজিক বিভ্রান্তি ছড়ানো বন্ধ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট