1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
আওয়ামী লীগের শাসন আমলে গুম হওয়া দুই ছেলেকে ফেরতের জন্য মানববন্ধন। একটি রাজনৈতিক দল জাতীয় সংগীত, বীরশ্রেষ্ঠকে নিয়ে কটাক্ষ করে এদের ব্যাপারে সতর্ক থাকতে হবে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ। নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ। কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক ৬ লেন করার দাবিতে রামুতে মানববন্ধন ও সমাবেশ শমশেরনগর হাসপাতালে সিজারবিহীন শিশু ভূমিষ্ট শহিদ সাংবাদিক তুহিনের কবর জিয়ারত করতে উনার গ্রামের বাড়ি মফস্বল সাংবাদিক ফোরাম কুড়িগ্রাম-২ আসনে বিএনপি’র পক্ষে জনমত গঠনে কাজ করছেন সাবেক এমপি আলহাজ্ব মোঃ উমর ফারুক নওগাঁয় কিশোরিকে ধ,র্ষ,নের দায়ে ১ জনের যাবজ্জীবন মানুষের জীবনে সবচেয়ে মহান, ত্যাগী ও নির্ভরযোগ্য আশ্রয় একজন বাবা

পরিবেশ ও জলবায়ু বিষয়ক সংগঠন এ্যাড ভিশন বাংলাদেশের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে

পরিবেশ, জলবায়ু বিষয়ক ও সামাজিক সংগঠন এ্যাড ভিশন বাংলাদেশের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা অনুষ্ঠানমালার মধ্যে দিয়ে গতকাল ৩০ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় নগরের চট্টগ্রাম ক্লাবের বিপরীতে কুক আউট রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানমালার মধ্যে ছিল আলোচনা সভা, দায়িত্ব হস্তান্তর, কেক কাটা, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নৈশভোজ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত করেন সংগঠনের ত্রাণ ও পূনর্বাসন বিষয়ক সম্পাদক মো: বায়েজিদ ফরায়জী। সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো সাজেদুল আলম চৌধুরী মিল্টনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান, বিশিষ্ট মানবাধিকার নেতা ও সমাজসেবী আলহাজ্ব মোহাম্মদ আব্দুল আজিজ।

প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব, দৈনিক ভোরের আওয়াজ ও দি ডেইলি ব্যানারের চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান, বিশিষ্ট লেখক ও সাংবাদিক মো কামাল উদ্দিন। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম ডায়াবেটিস জেনারেল হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ডোনার মেম্বার, করোনা যোদ্ধা, বিশিষ্ট সমাজসেবী ও মানবিক সংগঠক ইন্জিনিয়ার লায়ন মো : জাবেদ আবছার চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে মানবাধিকার নেতা মো আব্দুল আজিজ বলেন, পরিবেশ উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বাংলাদেশে এ্যাড ভিশন বাংলাদেশ জনপ্রিয় নাম। দীর্ঘ ১৭ বছর ধরে সারাদেশে পরিবেশ উন্নয়ন ও জলবায়ু সংকট নিরসনে কাজ করছে তারা। এ্যাড ভিশন বাংলাদেশের কর্মকান্ড অনুসরণীয় ও অনুকরণীয়।

প্রধান আলোচক লেখক মো কামাল উদ্দিন বলেন, চট্টগ্রামসহ সারাদেশে এ্যাড ভিশন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের ক্ষেত্রে সাহসী নাম। তাদের সাহসী নেতৃত্ব ও সামাজিক আন্দোলন পরিবেশ উন্নয়ন ও জলবায়ু সংকট নিরসনের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে।

উদ্বোধকের বক্তব্যে ইন্জিনিয়ার লায়ন মো জাবেদ আবছার চৌধুরী বলেন, বিলুপ্তপ্রায় খেজুর গাছ ও সোনালি গাছের চারা রোপণ করে সারাদেশে বেশ আলোচিত ও প্রশংসিত হয়েছে এ্যাড ভিশন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের ক্ষেত্রে সাহসী নেতৃত্বের অপ্রতিদ্বদ্নি নাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ফোরামের চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক শিব্বির আহমেদ ওসমানী, ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের মহাব্যবস্হাপক ও নজরুল গবেষক এম এ সবুর, বিশিষ্ট লেখক ও গবেষক কামরুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী হেলাল উদ্দিন সিকদার, বিশিষ্ট সমাজসেবী ও মানবাধিকার নেতা মো ওসমান গণি, বিশিষ্ট সমাজসেবী ও মানবিক সংগঠক ইন্জিনিয়ার মো: নুরুল আলম উজ্জ্বল।

সংগঠনের যুগ্ম মহাসচিব ও সাংবাদিক স ম জিয়াউর রহমানের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন এ্যাড ভিশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাসচিব, পরিবেশ সংগঠক ও কণ্ঠশিল্পী মো: মাসুদ রানা ও অনলাইনে যুক্ত হয়ে শুভেচ্ছা জানান সংগঠনের চেয়ারম্যান শেখ নওশেদ সরোয়ার পিল্টু।

সভায় আরও বক্তব্য রাখেন দৈনিক আজকের মানব সময়ের সম্পাদক মোসলেহ উদ্দিন বাহার, রাউজান প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক রতন বড়ুয়া, সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেন, যুগ্ম মহাসচিব মো : নুরুল হুদা চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক সাবরিনা আফরোজা, সাংগঠনিক সম্পাদক রুবেল দে, মানবাধিকার নেতা মো: ফারুক আহমদ, মো: রফিকুল ইসলাম, আলহাজ্ব মোহাম্মদ মুসা, কবি সজল দাশ, আহমদুল হক বাবুল, মো: আজগর হোসেন তালুকদার, মো : ইব্রাহিম হোসেন, শারমিন আকতার, জুই মজুমদার, সঞ্জয় বড়ুয়া, কাজী মুহাম্মদ এনামুল হক, ইকবাল আহমেদ, আয়েশা ছিদ্দিকা, লিয়াকত হোসেন লিমন, আরফাত হোসেন, রাজিব নন্দী, আসিফ ইকবাল।

আলোচনা সভা শেষে সকল অতিথিবৃন্দ সংগঠনের সকল নেতৃবৃন্দকে সাথে নিয়ে কেক কাটায় নেন এবং এরপরে সংগঠনের নতুন নেতৃবৃন্দকে দায়িত্ব হস্তান্তরর আনুষ্ঠানিক দায়িত্বপত্র তুলে দেন। পরবর্তীতে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এবং সবশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট