স্টাফ রিপোর্টার : মোহাম্মদ মিনার হোসেন
নরসিংদীর পলাশে উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ এ-র পূর্নাঙ্গ কমিটি গঠনের প্রত্যাশায় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নরসিংদী জেলা স্বেচ্ছাসেবী সংগঠন উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ এ-র সভাপতি এম.আর.হাসান বিন জলিল ও সাধারণ সম্পাদক উম্মে হানি ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইমরুল কায়েস এ-র সহযোগিতায় পলাশ উপজেলা উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ এ-র আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ তথা নরসিংদী জেলা শাখার অন্তর্গত পলাশ উপজেলা শাখার আহ্বায়ক কমিটিতে মিনার হোসেন খানকে আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন ও আমিনুল ইসলাম এবং মেহেদি হাসান কে সদস্য সচিব হিসেবে মোট ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মিনার হোসেন খান কে আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করায় আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছেন। উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ-এর সম্মানিত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইমরুল কায়েস, নরসিংদী জেলা শাখার সম্মানিত সভাপতি এম.আর. হাসান বিন জলিল ও সাধারণ সম্পাদক উম্মে হানি সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানান।তাছাড়া নব নির্বাচিত আহ্বায়ক কমিটির সকল স্বেচ্ছাসেবী সহযোদ্ধাদের নিয়ে একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করতে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।