1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাংলাদেশ জামাতে ইসলামী অন্যতম সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্মী বৈঠক হরিপুর সীমান্তে ১৪ বাংলাদেশী অনুপ্রবেশের সময় আ,ট,ক বগুড়ায় গরুর খাবারে বিষ মিশিয়ে ৩টি গরু হত্যা গফরগাঁও উপজেলা রসুলপুর ইউনিয়নে জমি দখল ও চাঁদা দাবিতে ভাঙচুরের অভিযোগ সেনবাগ ইউএনও মোঃ মহিউদ্দিনের শেষ কর্মদিবস পলাশে উৎসর্গ ফাউন্ডেশন আয়োজিত ফ্রী ব্লাডগ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার আনোয়ার হোসেনের গণ সংযোগ বিরোধ কমাতে ভুমি ব্যবস্হাপনাকে ডিজিটালাইজ করা হচ্ছে আলি ইমাম মজুমদার তালা উপজেলার খলিষখালী ইউনিয়নে ভি ডব্লিউ বি কার্ডের ৩০ কেজি চাউল বিতারন ওয়াজেদ হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

গরু কিনে ফেরার পথে ডাকাতি নিহত ১ আহত ২

মনজুর আলম,স্টাপ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

মনজুর আলম,স্টাপ রিপোর্টার

কক্সবাজারের রামুতে গরু কিনে বাড়ি ফেরার পথে ডাকাতির চেষ্টায় সালাউদ্দিন পারভেজ (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই গরু ব্যবসায়ী।
দিবাগত রাত ১টার দিকে গর্জনিয়া সড়কের ফরেস্ট অফিস এলাকায় এই মর্মান্তিক হামলার ঘটনা ঘটে।

নিহত সালাউদ্দিন পারভেজ রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের ফুলনির চর এলাকার আব্দুর রহিমের ছেলে। আহতরা হলেন গরু ব্যবসায়ী আহমদ হোসেন ও একরাম।

আহতদের একজন আহমদ হোসেনের ছেলে জানান, তার বাবা সহ সাত-আটজন ব্যবসায়ী গর্জনিয়া থেকে দুটি গরু কিনে কলঘর বাজারের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে ফরেস্ট অফিস এলাকায় স্থানীয় কয়েকজন যুবক গরুগুলো ছিনিয়ে নেয়। এ সময় পার্শ্ববর্তী লোকজন ও সালাউদ্দিন পারভেজ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গরুগুলো উদ্ধার করেন।

গরু উদ্ধার করে কলঘরের দিকে রওনা হলে পেছন থেকে ওই যুবকরা অতর্কিত হামলা চালায়। ধারালো দা ও ছুরিকাঘাতে গুরুতর আহত হন পারভেজ, আহমদ হোসেন ও একরাম।

স্থানীয়রা তাদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সালাউদ্দিন পারভেজকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহত দুইজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

রামু থানার ওসি (তদন্ত) মো. ফরিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “গর্জনিয়া থেকে গরু ক্রয় করে ফেরার পথে স্থানীয় জাহেদসহ কয়েকজন যুবক গরুগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। গরু উদ্ধারের সময় উপর্যুপরি হামলা চালিয়ে তিনজনকে ছুরিকাঘাত করা হয়। ঘটনায় একজন নিহত হয়েছেন এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

নিহত পারভেজের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট