1. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  2. info@www.provatibangladesh.com : দৈনিক প্রভাতী বাংলাদেশ :
শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মদিনের শুভেচ্ছা কেন্দ্রীয় ছাত্রদল এর ছাত্রসমাবেশ সফল করার লক্ষে ঢাকার উদ্দেশ্যে জলঢাকা উপজেলা ও পৌর ছাত্রদল জলঢাকা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ৫ আগস্ট বিজয় মিছিলে হাজারো মানুষের ঢল অভয়নগরে বহিষ্কৃত বিএনপি নেতা জনি সহযোগীসহ আটক যশোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজে নাহিদা আকতার জাহেদী মেধাবৃত্তি প্রদান তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন জলঢাকা উপজেলা বিএনপি সাবেক সভাপতি, কমেট চৌধুরী নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে বড়ঘোপ ইউপি চেয়ারম্যান মেয়াদ বাড়ল মেহেরপুরের কৃতিসন্তান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের টঙ্গীবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত কক্সবাজার পৌরসভা প্রশাসক দায়িত্ব ছাড়লেন রুবাইয়া আফরোজ বুঝে নিয়েছে নিজাম উদ্দীন আহমেদ

শান্তিগঞ্জে হত্যা মামলায় ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা আসামী করার প্রতিবাদে মানববন্ধন 

দিলীপ কুমার দাশ,স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাশ,স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী গ্রামের হানিফ আলী হত্যা মামলায় সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নূর আলীকে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা আসামী করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার(২ জুন) দুপুর ২ টায় এলাকাবাসীর ব্যান্যারে নোয়াখালী বাজারে কয়েকশ নারী-পুরুষের উপস্থিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নোয়াখালী গ্রামের প্রবীণ মুরব্বি আরজাদ আলী সভাপতিত্বে ও ছাত্রদল নেতা সুমন আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোশাহিদ আলী, শামস্ উদ্দিন, বিএনপি নেতা জসিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক বাবুল মিয়া, সমাজকর্মী হাফিজ দোলন আহমদ, যুবদল নেতা লুৎফুর রহমান, শিমুলবাঁক ইউনিয়ন যুবদলের সভাপতি মুহিবুর রহমান মানিক ও নূর আলীর ছেলে ফাহিম আহমদ প্রমুখ।

মানববন্ধনে নোয়াখালী এলাকার বাসিন্দা মো. নিজাম উদ্দিন, আমির মিয়া, রাফিক মিয়া, তোফাজ্জল হক, রাকিবুল হোসেন, হুমায়ুন আহমদ, শের আলী, ময়না পাখি, ইনসাফ আলী, লোকমান হোসেন, সেলিম আহমদ, আবদু বিলাল, ফয়সল আহমদ, মুবিন আহমদ, আরফুল বিবি, আফিয়া বেগম ও শাফিয়া বেগমসহ শতাধিক নারী-পুরুষরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৭ বছর আওয়ামী দুঃশাসনের সময় যারা নূর আলীকে অত্যাচার নিপীড়ন করেছিলো সেই স্বৈরাচারের দোসররাই নিজেদের পারিবারিক কলহে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় স্বজ্জন রাজনীতিবিদ নূর আলীকে রাজনৈতিক বিরোধিতার কারণে সম্পূর্ণ অন্যায়ভাবে হত্যা মামলায় আসামী করেছে। মূলত, নূর আলী এই ঘটনা জানেনই না। নিজেদের মধ্যে মারামারি করার তিন দিন পরে একজন লোক মারা যাওয়ার ঘটনায় নূর আলী কীভাবে এই ঘটনায় হত্যা মামলার আসামী হতে পারেন? আমরা সুনামগঞ্জ পুলিশ সুপার, শান্তিগঞ্জ থানার ওসি ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আহ্বান করবো, সুষ্ঠু তদন্ত পূর্বক নিরপরাধ নূর আলীকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক। যদি তদন্তে কোনো গাফিলতে হয় তাহলে আমার আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

মুঠোফোনে কথা হলে নূর আলী বলেন, আমি জানিও না যে আমাকে হত্যা মামলার আসামী করা হয়েছে। আমাদের গ্রামে যারা আওয়ামীলীগের দোসর আছে তারা আগেও আমাকে নিপীড়ন করেছে এখনও মিথ্যা মামলায় আসামী করে নিপীড়ন নির্যাতন করছে। তাদের পরিবারের মধ্যে কলহের জেরে একজন লোক মারা যান। আমি কোনোদিন তাদের বাড়িতেও যাইনি। অথচ রাজনৈতিক জেরে তারা আমাকে হত্যা মামলায় আসামী করেছে। এই ঘটনায় আমি কিছুই জানিনা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট