লক্ষ্মীপুরে যৌ*ন হয়রানির অভিযোগে স্কুল শিক্ষক গ্রে*প্তার।
হাছিবুর রহমান জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর।
লক্ষ্মীপুরে শিশু ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে কবির হোসেন (৫৫) নামে এক প্রধান শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন ওই ছাত্রীর মাসহ ক্ষুব্ধ অভিভাবকরা।
মঙ্গলবার (২৭ মে) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ-পশ্চিম চরমনসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিজের শিশু সন্তানকে যৌন হয়রানির অভিযোগ এনে ওই ছাত্রীর মা বাদী হয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে লক্ষ্মীপুর সদর থানায় একটি মামলা করেছেন।
অভিযুক্ত প্রধান শিক্ষক লক্ষ্মীপুর সদর উপজেলার চরমনসা গ্রামের বাসিন্দা। তিনি ওই বিদ্যালয়ে ৩০ বছর ধরে কর্মরত রয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা মো. হারুনুর রশিদ, মোরশেদ আলমসহ আরও অনেকেই অভিযোগ করে বলেন, এর আগে ও এই প্রধান শিক্ষকের একাধিকবার বিদ্যালয়ের শিশু ছাত্রীদের যৌন হয়রানি করার প্রমাণ রয়েছে। ছয় মাস আগে এমন একটি ঘটনা প্রমাণিত হওয়ার পর প্রধান শিক্ষক কবির হোসেন ভবিষ্যতে অনুরূপ ঘটনা আর ঘটাবে না মর্মে বিদ্যালয় পরিচালনা কমিটি ও মসজিদ কমিটিকে লিখিত মুচলেকা দিয়েছিলেন।
শিশুর মা জানান, ‘তার মেয়ে গত ১৫–২০ দিন ধরে কিছুতেই বিদ্যালয়ে আসতে রাজি হচ্ছিল না। পরে জিজ্ঞাসাবাদে শিশুটি তার মাকে জানায় প্রধান শিক্ষক কবির হোসেন তাকে বিদ্যালয়ের বাথরুমে নিয়ে যৌন হয়রানি করেছিল এবং এ ঘটনা কারো কাছে বললে তাকে প্রাণে মেরে ফেলা হবে বলে হুমকি দেয়। ফলে সে ভয়ে বিদ্যালয়ে যেতে রাজি হচ্ছিল না।’
ঘটনার পর থেকে প্রধান শিক্ষক ট্রেনিংয়ে থাকায় বিদ্যালয়ে আসেননি। পরে ঘটনাটি শিশুর মা স্থানীয়দেরকে জানায় এবং মঙ্গলবার শিশুটিকে নিয়ে বিদ্যালয়ে আসেন। এ সময় খবর পেয়ে ক্ষুব্ধ অভিভাবকদের একটি অংশও বিদ্যালয়ে আসেন। পরে অভিভাবকদের প্রশ্নের সদুত্তর দিতে না পারায় ক্ষুব্ধ অভিভাবকরা প্রধান শিক্ষককে বিদ্যালয়ের আঙ্গিনায় এনে বেধড়ক মারধর করেন।
খবর পেয়ে লক্ষ্মীপুর সদর থানা পুলিশ প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।বিদ্যালয়ের সহকারী শিক্ষক সোহেল ও মহিউদ্দিন বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিশু ছাত্রীদের একাধিকবার যৌন হয়রানির অভিযোগ উঠেছিল।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মুন্নাফ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছাত্রীর মায়ের লিখিত অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করা হয়েছে।